শনিবার ● ৭ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » সর্বশেষ » আশাশুনিতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, মেয়ের পিতাকে এক মাসের জেল প্রদান
আশাশুনিতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, মেয়ের পিতাকে এক মাসের জেল প্রদান
আশাশুনিতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ,
মেয়ের পিতাকে এক মাসের জেল প্রদান
আহসান হাবিব, আশাশুনি ব্যুরো ঃ আশাশুনির কচুয়ায় ইউএনও’র হস্তক্ষেপে একটি বাল্য বিবাহ বন্ধ এবং কনের পিতাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। জানাগেছে, উপজেলার কচুয়া গ্রামের বড় মসজিদের পাশে আবু সাইদের স্কুল পড়–য়া কন্যা(!)র বিয়ের আয়োজন করা হয়। কচুয়া নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রীর বিয়ে অনুষ্ঠান ছিল গতকাল শুক্রবার দুপুরে। উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মাৎ মমতাজ বেগম খবর পেয়ে এসআই মোজাফফর আহমেদকে পাঠিয়ে বিয়ে বন্ধ করার ব্যবস্থা নেয়া হয় এবং মেয়ের পিতাকে আটক করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মাৎ মমতাজ বেগম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেয়ের পিতা আবু সাইদকে ১৯২৯ সালের বাল্য বিবাহ নিরোধ আইনে উপরোক্ত ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে জেল হাজতে পাঠান।