মঙ্গলবার ● ৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » অপরাধ » উর্ধ্বতন কর্মকর্তার পরিচয়ে প্রতারণা
উর্ধ্বতন কর্মকর্তার পরিচয়ে প্রতারণা
এস ডব্লিউ নিউজ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণাকারী দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব-১০। তারা হলেন মো. শাকিল আক্তার ও মো. মনিরুল হক।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থেকে পুলিশের এসআই পদে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে তাদেরকে আটক করা হয়।
র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক জানান, আটক ব্যক্তিরা আইনশৃঙ্খলা বাহিনীর বড় কর্মকর্তা পরিচয়ে আল-আমিন নামে এক ব্যক্তিকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে চাকরি দেয়ার নামে প্রতারণা করেছে। আল-আমিনের অভিযোগে মাঠে নামে র্যাব। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সোমবার রাতে যাত্রাবাড়ী থেকে ২ প্রতারককে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা অভিযোগের সত্যতা স্বীকার করেন। এছাড়া তারা দির্ঘদিন যাবৎ এই পরিচয়ে প্রতারণা করে আসছে বলেও জানান। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।