মঙ্গলবার ● ১২ মার্চ ২০১৯
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ১২ ঘন্টা পর ফিরে এলো দু’শিশু সহ অপহরণকারী
পাইকগাছায় ১২ ঘন্টা পর ফিরে এলো দু’শিশু সহ অপহরণকারী
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় একই পরিবারের দু’শিশু অপহরণের ১২ ঘন্টাপর অপহরণকারী শিশু দুটি নিয়ে ফিরে এসেছে। এমন ঘটনাটি ঘটেছে, উপজেলার গদাইপুর গ্রামের সঞ্জিত ঘোষ বাড়ীতে। পরিবার সূত্রে জানা যায়, অপহরনকারী বনমালী সঞ্জিতের পুর্ব পরিচিত হিসেবে তাদের বাড়ীতে সোমবার রাত্রি যাপন করে। বনমালী সঞ্জিতের দুই শিশুকে নিয়ে ঐদিন সন্ধায় পার্শ্ববর্তী বাজারে নিয়ে খাবার খাওয়ায় ফিরে আসে। মঙ্গলবার সকালে নাস্তা করার কথা বলে শিশু দুটি নিয়ে যায়। এরপর আর ফিরে না আসায় চারিদিকে খোঁজা খুজি শুরু হয়। কোন খোঁজ খবর না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরী করা হয়। এরপর সন্ধ্যার পরে বনমালী শিশু দুটি নিয়ে সঞ্জিতের বাড়ী ফিরে আসে। এ সময় শিশু অপহরণকারী আটক হয়ে সংবাদ ছড়িয়ে পড়লে শত শত লোক সঞ্জিতের বাড়ী জড়ো হয়। এ সংবাদ পেয়ে থানা পুলিশ বনমালীকে আটক করেছে। অপহৃত তার দুই শিশু সেতু ঘোষ (১১) ও দুর্জয় ঘোষ (৮)। সেতু ও দুর্জয় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও প্রথম শ্রেণির শিক্ষার্থী। তাদেরকে নিয়ে মঙ্গলবার সকালে বনমালী সাতক্ষীরা মুজাফফার গার্ডেনে বেড়াতে যায় বলে বনমালী জানায়।
জানাগেছে, বনমালী সাতক্ষীরা জেলার শ্যমনগর উপজেলার হরিহরনগর গ্রামের বাসিন্দা। সে সঞ্জিতের সাথে যাত্রাদলে কাজ করে। ওসি এমদাদুল হক শেখ জানান, থানায় জিডি হওয়ার পরে আমাদের উদ্ধার তৎপরতা শুরু হয়। এর মধ্যে অপহরণকারী বাচ্চা দুটি নিয়ে ফিরে এসেছে। কি কারণে তিনি এমন করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।