শুক্রবার ● ১৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » শিক্ষা » দাকোপে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
দাকোপে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি: দাকোপে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শিক্ষক জগন্নাথ রায়কে সভাপতি এবং ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডলকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। গতকাল শুক্রবার বেলা ১১ টায় চালনা পৌরসভাস্থ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্য্যালয় শিক্ষক জগন্নথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন। সম্মেলনের উদ্বোধন করেন খুলনা জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি অধ্যক্ষ আমিনুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেল, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নেতা এস এম, মিজানুর রহমান, অধ্যাপক তাপস কুমার রায়, অনুপ বৈরাগী। বক্তৃতা করেন অধ্যক্ষ অসিম কুমার থান্দার, প্রধান শিক্ষক মহাদেব রায়, প্রশান্ত কুমার রায়, অধ্যাপিকা লিপিকা বৈরাগী, ইউপি সদস্য বীথিকা রায়, দুলালী মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজগর হোসেন বাপ্পি, পাবক মিস্ত্রী, জেলা ছাত্রলীগনেতা আলামিন শেখ, ফয়সাল শরীফ, রাসেল কাজী, রাহুল রায়, আরিফুল ইসলাম গাজী, সঞ্জয় মন্ডল প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকলের সম্মতিক্রমে শিক্ষক জগন্নাথ রায়কে সভাপতি এবং ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডলকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট দাকোপ উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।