শুক্রবার ● ১৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত
আশাশুনিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস’১৯ উদযাপনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে দিবসটি উদযাপনে একটি র্যালী বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। সুজন’র (সুশাসনের জন্য নাগরিক) উপজেলা সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের উপস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
‘নিরাপদ মানসম্মত পণ্য’ এ প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সম সেলিম রেজা মিলন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব, অধ্যাঃ তৃপ্তি রঞ্জন সাহা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, প্রধান শিক্ষক নিরঞ্জন মন্ডল, হোটেলের মালিক আব্দুল আলিম, স্বপন কুমার বিশ্বাস, স্কুল ছাত্রী নিশাত তাসনীন সাদিয়া প্রমুখ। সভায় ইউওনও সঠিক মূল্যে, পরিমাপে, মানসম্মত পণ্য বিক্রয় করাসহ ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা লটকিয়ে রাখার নির্দেশনা প্রদান করেন এবং ব্যাবসায়ীগন নির্দেশনা মেনে চলার অঙ্গিকার করেন।