বৃহস্পতিবার ● ৪ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » কেশবপুরে পিতা উপজেলা চেয়ারম্যান -পুত্র ইউপি চেয়ারম্যান
কেশবপুরে পিতা উপজেলা চেয়ারম্যান -পুত্র ইউপি চেয়ারম্যান
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুরে সাগরদড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত‘র পিতা মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসাবে ৩১ মার্চ ৪র্থ ধাপের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলা ব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারো কারো মুখে বলতে শোনা যাচ্ছে বাপ-বেটা চেয়ারম্যান বাড়ছে কাজীর সম্মান।
২০১৬ সালে ইউপি নির্বাচনে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কেশবপুরের ঐতিহ্যবাহী সাগরদড়ী ইউনিয়ন পরিষদে কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত বাংলাদেশ আওয়ামীলীগের টিকিটে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়। সেই থেকে তিনি সুশাসনের সহিত পরিষদের যাবতীয় কর্যক্রম পরিচালনা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি উপজেলা পরিষদ নির্বাচনে তার পিতা যশোর জেলা আ.লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম দলীয় টিকিট না পেয়ে সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের দাবীর মুখে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহন করেন। এবং বিপুল ভোটের ব্যবধানে দলীয় প্রার্থীকে হারিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবিষয়ে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেন এ বিজয় আমার নয়, এ বিজয় আমার জনগণের বিজয়। নেতাকর্মীরা আমাকে যে সহযোগিতা করেছে তা কখনো ভোলার নয়। সাধারণ ভোটাররা আমাকে ভালোবেসে ভোট দিয়েছে। তারা আমাকে সম্মানিত করেছে। তাই আমি সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আমি অস্তগামী সূর্য্য আমার চাওয়ার কিছু নাই। এই শেষ প্রান্তে এসে জনগণ আমাকে সম্মানিত করেছে। আমি তাদের জন্য কিছু করতে চাই।