শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

SW News24
শনিবার ● ৬ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি » পাইকগাছায় সুন্দরবনের গোলপাতা মজুদ ও বিক্রি জমে উঠেছে
প্রথম পাতা » অর্থনীতি » পাইকগাছায় সুন্দরবনের গোলপাতা মজুদ ও বিক্রি জমে উঠেছে
১৬০৯ বার পঠিত
শনিবার ● ৬ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় সুন্দরবনের গোলপাতা মজুদ ও বিক্রি জমে উঠেছে

---

প্রকাশ ঘোষ বিধান ॥

সুন্দরবন থেকে আহরণকৃত গোলপাতা মজুদ শেষে বিক্রি শুরু হয়েছে। টিনের ব্যবহার বেড়ে যাওয়ায় গোলপাতার চাহিদা কমছে। গত বছরের অবিক্রিত গোলপাতা স্তুপ আকারে পড়ে আছে। বিক্রি না হওয়ায় ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। পাইকগাছা উপজেলার নদ নদী সংলগ্ন বিভিন্ন হাটবাজার ও মোকামে গোলপাতার মজুদ শেষে বিক্রি হচ্ছে। পাইকগাছা পৌর বাজারে ট্রলার ঘাট, থানার সামনে, শিববাটী, আলমতলা, চাঁদখালী, আগড়ঘাটা, কপিলমুনি বাজারে গোলপাতার মজুদ ও বিক্রি শুরু হয়েছে। তবে গোলপাতা সরবরাহ কম থাকায় অধিক মূল্যে গোলপাতা বিক্রয় হচ্ছে বলে ক্রেতারা জানিয়েছে।

ঘরের চালে গোলপাতার ছাউনি উপকুল সহ বিভিন্ন জেলায় খুব জনপ্রিয়। এ পাতার ছাউনি ঘর গরমের সময় ঠান্ডা ভাব এবং শীতের সময় গরমভাব অনুভুত হয়। গোলপাতা দিয়ে ভালভাবে ঘরের ছাউনি দিলে ৩-৪ বছর পার হয়ে যায়।

উপকুলসহ যশোর, মাগুরা, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় কমবেশি গোলপাতার চাহিদা রয়েছে। গোলপাতা খুচরা ও পাইকারী বিক্রি হচ্ছে। আড়ৎ থেকে ব্যবসায়ীরা ট্রাক, ইঞ্জিন ভ্যান, ট্রলারযোগে বিভিন্ন জেলায় সরবরাহ করছে। গোলপাতা ব্যবসায়ী সূত্রে জানাগেছে, গোলপাতার মজুদ করা শুরু হয়েছে। বিগত বছর গোলপাতার ব্যবসা ভাল ছিল না। এ বছর কিছুটা ব্যবসা হতে পারে বলে তারা ধারনা করছে। সবে মাত্র গোলপাতা বিক্রি শুরু হয়েছে। প্রায় আষাঢ় মাস পর্যন্ত বিক্রি হবে। তাছাড়া বৃষ্টি শুরু হলে গোলপাতার বিক্রি বেড়ে যাবে। স্থানীয় গোলপাতা ব্যবসায়ীরা সুন্দরবনে বাওয়ালী ও মহাজনের নিকট থেকে ট্রলার চুক্তি গোলপাতা ক্রয় করে স্থানীয় ভাবে বিক্রয় করে। পাইকগাছা পৌর এলাকার জিনারুল ইসলাম, আতিয়ার রহমান, মোতলেব সরদার, শামছুর ও লেয়াকত হোসেন গোলপাতার ব্যবসা করছে। গোলপাতা ব্যবসায়ী আতিয়ার জানান, কমবেশি গোলপাতা বিক্রি হচ্ছে। গত বছরের অবিক্রিত পুরাতন গোলপাতা কম দামে বিক্রি করা হচ্ছে। গত বছর গোলপাতা বিক্রি না হওয়ায় তার আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান।

---

ব্যবসায়ীরা জানান, সুন্দরবন থেকে গোলপাতা পরিবহনের জন্য একটি নৌকা ২টি ট্রিপ দিতে পারে। বড় নৌকায় ব্যবসায়ীদের হিসাবে প্রায় ৯০-১০০ কাউন, ছোট নৌকায় ৭০-৮০ কাউন বহন করতে পারে। তারা জানায়, বনের গোলপাতা কাটা শেষ হয়েছে, কাটা গোলপাতা যা আছে তা বহন করা হচ্ছে। এ বছর বন বিভাগের তদারকি জোরদার থাকায় ওজনের অতিরিক্ত গোলবহন করতে পারছে না। এ জন্য গোলপাতার মূল্য বেড়ে গেছে বলে ব্যবসায়ীরা দাবী করছে। প্রতি নৌকায় ৯জন বাওয়ালী গোলপাতা কাটা, আহরন ও মজুদের কাজে নিয়োজিত থাকে। প্রতি বড় নৌকায় গোলপাতা বহনে প্রায় ১ লাখ ৮০ হাজির টাকা খরচ হয় এবং ছোট নৌকায় প্রায় দেড় লাখ টাকা খরচ হয়। নৌকা প্রতি গোল বিক্রি করে ২৫-৩০ হাজার টাকা লাভ হয়। গোলপাতা ছোট-বড় হিসাবে খুচরা কাউন ৩ হাজার থেকে ৩ হাজার ২শ টাকা ও পাইকারী ২ হাজার ৮শ টাকা থেকে ৩ হাজার টাকা বিক্রি হচ্ছে। ৮০টি গোলে ১ পোন ২/৩ শত টাকা খুচরা বিক্রি হচ্ছে। ব্যবসায়ী গোলপাতা ক্রেতা ভিলেজ পাইকগাছার বাচ্চু জানান, এ বছর গোলপাতার চাহিদা বেশি থাকায় গোলপাতা অধিক দামে বিক্রি হচ্ছে। পাইকগাছা সহ উপকূল এলাকা, মৎস্য লিজ ঘেরের বাসা গুলো গোলপাতা দিতে প্রতিবছর নতুন গোলপাতা ক্রয় করতে হয়। বাওয়ালী সূত্রে জানাগেছে, গোলপাতা কাটার পাশ পারমিট পেতে বিড়ম্বনা ও গোলপাতার মন প্রতি ধার্য্য কর বৃদ্ধি পেয়েছে। তাছাড়া জলদস্যুদের চাঁদা, মুক্তিপণ ও উপরিখরচ দিয়ে আগের মত লাভ হচ্ছে না। তাছাড়া বনে আগের মত ভালো মানের বড় গোলপাতা পাওয়া যাচ্ছে না। তারপরও ব্যবসায় টিকিয়ে  রাখার জন্য জীবন বাজি রেখে গোলপাতা কাটতে হয়। তাছাড়া একটি বড় নৌকা তৈরী করতে ইঞ্জিন সহ আনুসাঙ্গিক খরচ দিয়ে প্রায় ২ থেকে আড়াই লাখ টাকা খরচ হয়। প্রতি বছর পুরোনা নৌকা মেরামত করতে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়। এ সব খরচ মিটিয়ে গোলপাতা ব্যবসায়ীরা তাদের ব্যবসা টিকিয়ে রাখতে হিমসীম খাচ্ছে। তারপরও মৌসুম শুরু হলে ব্যবসায়ীরা সকল বাধা অতিক্রম করে ব্যবসা টিকিয়ে রাখার জন্য গোলপাতা আহরন করে চলেছে।

 





অর্থনীতি এর আরও খবর

জাতীয় সমবায় দিবসে পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির স্বর্ণপদক লাভ জাতীয় সমবায় দিবসে পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির স্বর্ণপদক লাভ
ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪ ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪
পাইকগাছায় আশ্রায়ন প্রকল্পের ঘর নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে ভূমিহীন আনিচ গাজীর সংবাদ সম্মেলন পাইকগাছায় আশ্রায়ন প্রকল্পের ঘর নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে ভূমিহীন আনিচ গাজীর সংবাদ সম্মেলন
ভোমরা স্থলবন্দরে ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন স্থলবন্দরের সকল সেবা অনলাইনে সম্পন্ন হবে -নৌপরিবহন প্রতিমন্ত্রী ভোমরা স্থলবন্দরে ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন স্থলবন্দরের সকল সেবা অনলাইনে সম্পন্ন হবে -নৌপরিবহন প্রতিমন্ত্রী
সাতক্ষীরা অর্থনৈতিক অঞ্চলের খসড়া সম্ভাব্যতা সমীক্ষার ওপর মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরা অর্থনৈতিক অঞ্চলের খসড়া সম্ভাব্যতা সমীক্ষার ওপর মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছা পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষনা পাইকগাছা পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষনা
মাথা পিছু আয় বেড়ে ২৭৮৪ ডলার মাথা পিছু আয় বেড়ে ২৭৮৪ ডলার
খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দেশের অবকাঠামোসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে     -প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা দেশের অবকাঠামোসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে -প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের তুলায় উৎপাদিত পোশাকের শুল্কমুক্ত বাজার সুবিধা চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তুলায় উৎপাদিত পোশাকের শুল্কমুক্ত বাজার সুবিধা চায় বাংলাদেশ

আর্কাইভ