শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

SW News24
শনিবার ● ১১ মে ২০১৯
প্রথম পাতা » ইতিহাস ও ঐতিহ্য » আবহমান গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য তেলের ঘানি কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে
প্রথম পাতা » ইতিহাস ও ঐতিহ্য » আবহমান গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য তেলের ঘানি কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে
৭৬৫ বার পঠিত
শনিবার ● ১১ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আবহমান গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য তেলের ঘানি কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে

---

এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর): আউল বাউল লালনের দেশ, শহীদ গাজী আউলিয়ার দেশ, পীর মুর্শিদের বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ। এই আবহমান গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য তেলের ঘানি কালের বিবর্তনে আজ হারিয়ে যেতে বসেছে। আজ থেকে প্রায় ১’শ বছরেরও আগে থেকে মানুষের রান্না বান্না ও গায়ে মাখার জন্য যে তেল ব্যবহার হতো, তা তৈরীর এক মাত্র উপায় ছিল কাঠের তৈরী ও গরুর কাধে ঘুরানো ঘানি মেশিন। আর এই ঘানি মেশিনে যারা সরিষা মাড়াই করে তেল বের করে তাদেরকে বলা হয় কলু। এই কলুরাই এক সময় গ্রামবাংলা এমনকি শহরের মানুষের জন্যেতো বটে আগের কালে রাজা বাদশাদেরও তেলের চাহিদা মেটানোর একমাত্র উপায় ও মাধ্যম ছিলো। তাই তাদের কদরও ছিল সীমাহীন। গ্রামবাংলার মানুষেরা যখন কোন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করতো তখন ১০ থেকে ১৫ দিন আগে কলুদের কাছে অর্ডার করতে হতো তেলের জন্য। এক সময় গ্রাম গঞ্জের অধিকাংশ কলু সম্প্রদায়ের এক মাত্র আয়ের উপায় ছিলো ঘানিতে সরিষা মাড়াই করে তেল তৈরী করা। কিন্তু আজ আর তা তেমন একটা চোখে পড়ে না। ঘানিতে এ বারে ৫ কেজি পরিমান সরিষা মাড়াবি করা যায় কলুদের ভাষায় তাকে একটি গাছ বলা হয়। আর একটি গাছ মাড়াই করতে ঘানি ঘোরাতে সময় লাগে প্রায় ৪ থেকে ৫ ঘন্টা। একাধীক গরু দিয়ে পালাক্রমে ঘোরানো হয়। একটি গরুর চোখে কালো কাপড় বেধে এক টানা দুই থেকে আড়াই ঘন্টা ঘোরানোর পর অন্য গরু  দিয়ে ঘোরানো হয় বাকী সময়। বাজারে বর্তমানে ঘানি ভাঙ্গানো তেলের দামও অনেক বেশী। যান্ত্রিক মেশিনে ভাঙ্গানো তেলের দাম যেখানে প্রতি কেজি ১’শ টাকা, সেখানে ঘানি ভাঙ্গানো তেলের দাম প্রতি কেজি ২৫০টাকা থেকে ২৮০টাকায় বিক্রি হয়। যে কারণে এখনো অনেকেই ধরে রেখেছে বাপ দাদাদের এই পেশাকে। এক অনুসন্ধানে জানাগেছে, শুধু যশোরের কেশবপুরের ভালুকঘর, মেহেরপুর, বেগমপুর, সাগরদাঁড়ী, বাদুড়িয়া, সাতবাড়িাসহ ২০টি গ্রামের ৮’শ’র অধিক পরিবার জড়িত ছিল প্রাচীনতম এই পেশার সাথে। কিন্তু বিভিন্ন প্রতিকুলতা ও যান্ত্রিক মেশিনের দাপটে এই পেশা অনেকেই ছেড়ে দিয়েছেন। এখন ২০ থেকে ২৫ পরিবার প্রাচীন এই পেশাকে আকড়ে ধরে আছে। বাদুড়িয়ার ঘানি ব্যবসায়ী আব্দুল গফুর বিশ্বাস বলেন যান্ত্রিক মেশিনের দাপটে অনেকেই ছেড়ে দিয়েছেন। এই গ্রামে অনেকই এই পেশার সাথে জড়িত ছিল বর্তমানে আমরা ৫ পরিবার টিকে আছি। ভালুকঘরের আকাম আলী সরদার বলেন তাদের গ্রামে আগে প্রায় ২০/২৫ পরিবার ঘানি পেশার সাথে জড়িত ছিল, যান্ত্রিক মেশিনের দাপটে এবং সরকারী পৃষ্টপোষকতার অভাবে বর্তমানে অনেকেই ধরে রাখতে পারিনি। বেগমপুরের ইমান আলী বলেন আমাদের গ্রামের ৫ পরিবারের মধে ১টি পরিবার এ পেশায় টিকে আছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বলেন, ঘানি এদেশের একটি প্রাচীন ঐতিহ্য, সরকারী পৃষ্টপোষতা পেতে ঘানি ব্যবসায়ী সমিতি যদি সহযোগিতা চায় সরকার এটাকে টিকিয়ে রাখতে আন্তরিক।





ইতিহাস ও ঐতিহ্য এর আরও খবর

পাইকগাছার ঐতিহ্যবাহী মৃৎশিল্প মৃতপ্রায় ; প্রয়োজন সরকারি পৃষ্টপোষকতা পাইকগাছার ঐতিহ্যবাহী মৃৎশিল্প মৃতপ্রায় ; প্রয়োজন সরকারি পৃষ্টপোষকতা
হারিয়ে যাচ্ছে কবি কাজী কাদের নওয়াজের শেষ স্মৃতি চিহ্ন হারিয়ে যাচ্ছে কবি কাজী কাদের নওয়াজের শেষ স্মৃতি চিহ্ন
চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবর্ষ পালিত চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবর্ষ পালিত
চুকনগর বদ্ধভূমি সংরক্ষণে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে : গণপূর্তমন্ত্রী চুকনগর বদ্ধভূমি সংরক্ষণে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে : গণপূর্তমন্ত্রী
ঔপন্যাসিক নীহার রঞ্জন গুপ্তের ১১৩তম জন্মবার্ষিকী পালিত ঔপন্যাসিক নীহার রঞ্জন গুপ্তের ১১৩তম জন্মবার্ষিকী পালিত
জনপ্রিয় ঔপন্যাসিক নীহার রঞ্জন গুপ্তের ১১৩তম জন্মবার্ষিকী ; নীহার রঞ্জন গুপ্তের বাড়ি সংরক্ষণে ৫ দফা দাবি জনপ্রিয় ঔপন্যাসিক নীহার রঞ্জন গুপ্তের ১১৩তম জন্মবার্ষিকী ; নীহার রঞ্জন গুপ্তের বাড়ি সংরক্ষণে ৫ দফা দাবি
খুলনায় গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের প্রতিষ্ঠাবাষির্কীতে আলোচনা সভা সঠিক ইতিহাস যেন বিকৃত না হয়  -খুলনায় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী খুলনায় গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের প্রতিষ্ঠাবাষির্কীতে আলোচনা সভা সঠিক ইতিহাস যেন বিকৃত না হয় -খুলনায় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী
বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন
বঙ্গবন্ধুর একান্ত সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ এম এ গফুর বঙ্গবন্ধুর একান্ত সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ এম এ গফুর
মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক পাইকগাছার মধুমিতা পার্কটির অবৈধ স্হাপনা উচ্ছেদ করে পূর্বাস্হায় ফেরানোর নির্দেশ মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক পাইকগাছার মধুমিতা পার্কটির অবৈধ স্হাপনা উচ্ছেদ করে পূর্বাস্হায় ফেরানোর নির্দেশ

আর্কাইভ