শনিবার ● ২২ জুন ২০১৯
প্রথম পাতা » অপরাধ » ডুমুরিয়ায় পারিবারিক কলহে স্ত্রীর ঘরে আগুন দিলো স্বামী
ডুমুরিয়ায় পারিবারিক কলহে স্ত্রীর ঘরে আগুন দিলো স্বামী
ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় পারিবারিক কলোহের জেরে স্বামীর দেওয়া আগুনে স্ত্রীর বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই পরিবারটির প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার উত্তর মিকশিমিল গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আগুন নিভানো সম্ভব হয়। ততক্ষনে তার বাড়িতে থাকা সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। ওই রাতেই অগ্নিসংযোগকারীর এক সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন বাদী হয়ে গতকাল শুক্রবার স্বামী ও দেবরের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনের নামে থানায় একটি মামলা করেন। এদিকে বিষয়টি ভিন্ন খাতে প্রবাবিত করতে একটি কুচক্রীমহল নির্বাচনোত্তর সহিংসতাকে দায়ি করে অপপ্রচারের চেষ্টা করেছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ভুক্তভোগী সাবিনা ইয়াসমিন রুদাঘরা ইউনিয়ন পরিষদের সংরিক্ষত মহিলা সদস্য। তার বিয়ের পর থেকে স্বামী ইসমাইল গাজীর(৪৩) মধ্যে পারিবারিক কলোহ লেগেই রয়েছে। স্বামী দীর্ঘ এক বছর যাবত স্ত্রীর নিকট থেকে বাহিরে থাকেন। তাদের মধ্যে ইতিপূর্বে পাল্টাপাল্টি একাধিক মামলাও হয়েছে। তারই জের হিসেবে ঘটনারদিন রাতে স্বামী ও তার দেবর মোছাদ্দের গাজী(৩৮)সহ ৫/৭জন অজ্ঞাত ব্যাক্তি সাবিনার বাড়িতে গিয়ে ঘরের বাইরে রাখা তার ছেলের ব্যবহৃত সাতক্ষীরা হ-১১-৫৯১৫ নম্বরের মটর সাইকেলটি নিয়ে যাওয়ার চেষ্টা করে।
সাবিনার ছেলে সাব্বির গাজী জানায়, রাতে ঘর থেকে বের হয়ে দেখি আব্বু ও চাচা আমার মটর সাইকেলটি নিয়ে যাচ্ছে। ওদের সাথে আরো ৪/৫জন অজ্ঞাত ব্যাক্তি ছিলো। আমাকে দেখে গলায় চুরি ধরে বলে চিৎকার দিলে মেরে ফেলবো। আমি আম্মু বলে চিৎকার দিয়ে ঘরে ঢুকে পড়ি। পরে তারা জানালা ভেঙ্গে ঘরে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়ে পেট্রোল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তের মধ্যে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়লে আমি এবং আমার ছোট ভাই ও আম্মু দ্রুত ঘর থেকে বেরিয়ে পড়ি। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার রাতে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ এবং শুক্রবার সকালে অতিঃ পুলিশ সুপার বিসার্কেল সজীব খান ঘটনাস্থল পরিদর্শন করেন।
সাবিনা ইয়াসমিন বলেন, স্বামীর দেওয়া আগুনে পুড়ে ঘরে থাকা সোনা-দানা, নগদ ১ লাখ ২০ হাজার টাকা, দামি শোকেজ, আলমারি, টেলিভিশন, মটর সাইকেলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, আমার স্বামীর সাথে বিয়ের পর থেকেই প্রায় ২০ বছর যাবত বিরোধ চলে আসছে। এখন লোকমুখে শুনেছি সে বিয়ে করেছে। আমাকে তার বাবার ভিটে থেকে তাড়িয়ে দিতে চাইছে। সে কয়েকবার আমাকে হত্যা করার চেষ্টা করেছে। তার অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে পড়েছি।
এ বিষয়ে থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব বলেন, পারিবারিক কলোহের জের হিসেবে আগুনে সাবিনার ঘর পুড়ে অনেক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় জড়িত সাবিনার দেবর মোছাদ্দের গাজীকে আটক করা হয়েছে।
এদিকে বিষয়টি ভিন্নখাতে প্রবাবিত করতে এক শ্রেনির কুচক্রীরা নির্বাচোনত্তর সহিংসতাকে দায়ি করে অপপ্রচারের চেষ্টা করেছে বলে স্থানীয় বিভিন্ন সুত্রে জানা গেছে।