শুক্রবার ● ১৯ জুলাই ২০১৯
প্রথম পাতা » কৃষি » কেশবপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু
কেশবপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি
মৎস্য সেক্টরের সম্মৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে বৃহস্পতিবার সকালে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ শুরু হয়েছে।
উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও পলাশ কুমার মল্লিক। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সুফলাকাঠি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আঃ বারী, শিক্ষা অফিসার আকবার হোসেন, কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা প্রমুখ। পরে প্রধান অতিথি জাতীয় মৎস্য সপ্তাহ ও জাতীয় বৃক্ষমেলা ২০১৯ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন। সব শেষে তিনি র্যালীতে অংশ গ্রহন ও উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।