সোমবার ● ২৯ জুলাই ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » আ”লীগ ডেঙ্গু নিয়ন্ত্রণে তিন দিনব্যাপী জনসচেতনতামূলক কর্সসূচি পালন করবেঃ সেতুমন্ত্রী
প্রথম পাতা » প্রধান সংবাদ »
আ”লীগ ডেঙ্গু নিয়ন্ত্রণে তিন দিনব্যাপী জনসচেতনতামূলক কর্সসূচি পালন করবেঃ সেতুমন্ত্রী
৪৫০ বার পঠিত
সোমবার ● ২৯ জুলাই ২০১৯
আ”লীগ ডেঙ্গু নিয়ন্ত্রণে তিন দিনব্যাপী জনসচেতনতামূলক কর্সসূচি পালন করবেঃ সেতুমন্ত্রী
এস ডব্লিউ নিউজ:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ডেঙ্গু নিয়ন্ত্রণে তিন দিনব্যাপী জনসচেতনতামূলক কর্সসূচি পালন করবে।
তিনি বলেন, আগামী ৩১ জুলাই থেকে সারাদেশে শুরু হতে যাওয়া এই কর্মসূচিতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে এবং লিফলেট বিতরণ করা হবে।
কাদের আরো বলেন, ‘সরকার ডেঙ্গু প্রতিরোধ এবং বন্যাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এই চ্যালেঞ্জ অনতিক্রম্য নয়। আমরা সমন্বিতভাবে চেষ্টা করে ডেঙ্গু প্রতিরোধ করবো এবং বন্যার ক্ষয়ক্ষতি কমিয়ে আনবো।’
ওবায়দুল কাদের আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, এমপি, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম ও উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া প্রমূখ উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের জানান, ‘লন্ডনে চিকিৎসাধীন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কলের মাধ্যমে আজকের এ সভায় যোগ দেন। তিনি প্রায় ২৫ মিনিট দলীয় নেতাদের সঙ্গে সামগ্রিক বিষয়ে আলোচনা করেন।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে ডেঙ্গু দমনে সার্বক্ষণিকভাবে প্রতিটি বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন। সরকার সমন্বিতভাবে ডেঙ্গু দমনে কাজ করে যাচ্ছে।
ডেঙ্গু মোকাবেলায় দুই সিটি কর্পোরেশনে মেয়রের আন্তরিকতার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তারা এখন কাজ করছে। আমাদের প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের মেয়র, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে প্রতিনিয়ত কথা বলছেন।’
ফেরিঘাটে উপসচিবের গাড়ির জন্য ফেরি আটকে রাখায় এক কিশোরের মৃত্যুর ঘটনায় সরকারের প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন যে যত ক্ষমতাশালী কিংবা প্রভাবশালী হোন না কেন, সে আমাদের দলের হোক বা সরকারের হোক, কেউ অন্যায় করে পার পাবেন না। প্রত্যেকটা বিষয়ে তদন্ত হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ অন্যায় করেন, তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।’ বাসস। |