শুক্রবার ● ২ আগস্ট ২০১৯
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায় এর ১৫৮ তম জন্ম বার্ষিকী পালিত
পাইকগাছায় বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায় এর ১৫৮ তম জন্ম বার্ষিকী পালিত
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছার বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় (পিসি রায়) এর ১৫৮তম জন্ম বার্ষিকী নানা কর্মসুচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। ২ই আগষ্ট ২০১৯, রোজ- শুক্রবার সকালে বিজ্ঞানীর জন্ম ভিটা রাড়ুলীতে পিসি রায়ের ভাস্কর্য্যে সংসদ সদস্য, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় আ’লীগ ও স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীরা মাল্যদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন খুলনা-৬, (পাইকগাছা-কয়রার) এমপি আকতারুজ্জামান বাবু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সচিব খন্দকার মোঃ আছাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মোঃ আছাদুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদৎ হোসেন বাচ্চু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, রাড়ুলী ইউপি চেয়ারম্যান আঃ মজিদ গোলদার, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, অধ্যক্ষ মিহির বরন মন্ডল, উপজেলা আ’লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু, সাবেক চেয়ারম্যান মনছুর আলী গাজী, আনন্দ মোহন বিশ্বাস। বক্তব্য রাখেন, আ’লীগ নেতা আরশাদ আলী, শংকর দেবনাথ, আঃ হাকিম গোলদার, ইকবাল হোসেন খোকন, সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, উত্তম কুমার দাশ, প্রধান শিক্ষক গোপাল ঘোষ, অজিত কুমার সরকার, মোঃ খালেকুজ্জামান, দীপংঙ্কর দত্ত, শিক্ষার্থী প্রান্ত দাশ, নাবিরা হাসনাথ, মনিরা ফারজানা প্রমুখ। অনুষ্ঠানের বক্তারা বিজ্ঞানী পিসি রায়ের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বসত বাড়ীর সিমানা প্রচীর দিয়ে পিকনিং স্পট, সংস্কৃতি মন্ত্রনালয়ের অধিনে জন্ম ও মৃত্যু বার্ষিকী পালন, বিজ্ঞানীর নামে বোয়ালিয়া ব্রীজের নাম করণের দাবী জানান।