সোমবার ● ৫ আগস্ট ২০১৯
প্রথম পাতা » সারাদেশ » ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া গরু-ছাগলের হাট জমজমাট। প্রচুর গরু-ছাগল উঠলেও বেচা-কেনা ছিল কম
ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া গরু-ছাগলের হাট জমজমাট। প্রচুর গরু-ছাগল উঠলেও বেচা-কেনা ছিল কম
ডুমুরিয়া প্রতিনিধি
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া গরু ছাগলের হাটে দুর দুরন্তের বহু মানুষ গত বৃহস্পতিবার এসেছিল কুরবানী দেওয়ার জন্য পছন্দের পশুটি কিনতে। ডুমুরিয়ার খর্ণিয়া এ পশুর হাটটি গত বৃহস্পতিবারের চিত্র ছিল এককথায় অন্যরকম। এবছর এ হাটটিতে প্রচুর গরু ছাগল নিয়ে হাজির হয়েছিল বিক্রেতা ও গরু ব্যবসায়ীরা আর এসেছিল ক্রেতারা। গত বৃহস্পতিবার হাট ঘুরে দেখা যায় এখানে গরুর চেয়ে তুলনামূলক ছাগলের মূল্য অনেকটা চড়া। বিক্রেতারা বলছেন বাজারে কুরবানী পশু কেনার জন্য হাটে আসছেন তারা কেনা কাটার চাইতে বেশি দর কসাকসি করছেন। কারন জানতে চাইলে এই প্রতিবেদককে বলেন ঈদ এখনো ৭-৮ দিন দেরি তাই আগেভাগে পশু কিনে ঝামেলা পহাবে না। তবে কেনা-বেচা খুবই কম। তবে ধারনা করা হচ্ছে আগামী বৃহস্পতিবার প্রচুর বেচা-কেনা হবে। জৈনক এক ব্যাপারী জানান ক্রেতাদের হাতে বর্তমান টাকা নেই তাছাড়া আজকের হাটে গরু-ছাগলের দামটাও চড়া। তাই বেচাকেনা কম। কথা হয় গরু বিক্রেতা ডুমুরিয়া উপজেলার খর্ণিয়ার রানাই গ্রামের অবসর প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুর রউফ এর সঙ্গে, ‘তিনি বলেন দর দাম হয়েছে বেচা-কেনা করতে পারলাম না, দর শুনেই চলে যায়। কথা খর্ণিয়া পশু হাটের মালিক পক্ষ শেখ দিদারুল হোসেন দিদার ও শেখ রবিউল আলম রবির সঙ্গে তারা বলেন আগামী বৃহস্পতিবার আশা করছি প্রায় ১০০কোটি টাকার কোরবানীর পশু বিক্রয় হবে। খুলনা জেলার ৫০টি পশু হাটের মধ্যে ডুমুরিয়ার খর্ণিয়া অন্যতম বৃহৎ হাট। তাছাড়া এলাকার বহু বেকার যুবকরা কর্মসংস্থান খুঁজে পেয়েছে। আগামী ১২ আগষ্ট ঈদুল আযহা অর্থাৎ পশু কোরবানীর ঈদ। ক্রেতাদের হাতে এখনো ২টি হাট রয়েছে। তাই ক্রেতারা ঘুরছে বেশি কিনছে কম।