শুক্রবার ● ৯ আগস্ট ২০১৯
প্রথম পাতা » পরিবেশ » কেশবপুরে বিশিষ্ট বায়োসেন্সর ও পরিবেশ গবেষক ড. কাশেমকে সংবর্ধনা প্রদান
কেশবপুরে বিশিষ্ট বায়োসেন্সর ও পরিবেশ গবেষক ড. কাশেমকে সংবর্ধনা প্রদান
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে জাপানের নায়োগা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি (প্রফেসর) বিশিষ্ট বায়োসেন্সর ও পরিবেশ গবেষক ড. এম এ কাশেমকে বৃহস্পতিবার দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ হারুনার রশিদ বুলবুলের সভাপতিত্বে শহরের আমার ক্যাপে চাইনিজ বাংলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার উপদ্রেষ্টা সংবর্ধিত ড. এম এ কাশেম।
কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রমেশ দত্তের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার হাসান আলমগীর, নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাংবাদিক রুহুল কুদ্দস ও উদয় সিংহ, বাংলাদেশ মানবাধিকার সংস্থার কেশবপুর শাখার সভাপতি আজিজুর রহমান, অধ্যক্ষ অসিম ঘোষ প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আজিজুর রহমান, দিলীপ মোদক, কেশবপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক এম. আব্দুল করিম, দপ্তর সম্পাদক সোহেল পারভেজ, সদস্য আক্তার হোসেন, সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহিনুর রহমান শাহিন ও ষ্টেফেন বিশ্বাস প্রমুখ।