বৃহস্পতিবার ● ১৫ আগস্ট ২০১৯
প্রথম পাতা » বিবিধ » ডুমুরিয়ায় বঙ্গবন্ধু’র ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
ডুমুরিয়ায় বঙ্গবন্ধু’র ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলায় যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ডুমুরিয়া উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজনে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে কালো ব্যাচ ধারণ, জাতীয় অর্ধনমিত ও শোক পতাকা উত্তোলন এবং একটি র্যালী বের হয়। র্যালীটি উপজেলার সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে গিয়ে শেষ হয়। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথির বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। আরও বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম ও শারমিনা পারভীন, অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব, উপজেলা কৃষি অফিসার মোছাদ্দেক হোসেন, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস, সমবায় কর্মকর্তা সেলিম আখতার, মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির, উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবি তনু, সহকারি প্রকৌশলি রাসেল আহমেদ, নির্বাচন অফিসার শেখ জাহিদুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা মিশু দে, আওয়ামী লীগ নেতা আছফর হোসেন জোয়ার্দার প্রমুখ। এছাড়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে ১৫জন যুবককে ৭ লাখ টাকা যুব ঋণ বিতরণ করা হয়।