সোমবার ● ১৯ আগস্ট ২০১৯
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছার বোয়ালিয়া ব্রীজ রোডের বেহালদশা; কালবার্ট ভেঙ্গে যানবাহন চলাচল বন্ধ
পাইকগাছার বোয়ালিয়া ব্রীজ রোডের বেহালদশা; কালবার্ট ভেঙ্গে যানবাহন চলাচল বন্ধ
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় ভাঙ্গাচুড়া, খানা-খন্দ বোয়ালিয়া ব্রীজ রোডের কালবার্ট ভেঙ্গে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। দীর্ঘদিন সড়কটি সংস্কার না হওয়ায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, তার উপর শুক্রবারের ভারী বৃষ্টিতে ওই রাস্তার কালবার্ট ভেঙ্গে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় ভোগান্তি আরো বেড়েছে। বোয়ালিয়া ব্রীজ রোডটি উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক। সড়কটি ভেঙ্গেচুড়ে ও পিচ উঠে বিভিন্ন জায়গার বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছিল। তারপর কালবার্ট ভেঙ্গে যাওয়ায় দূর্ভোগ আরো বেড়েছে। পাইকগাছা সদর থেকে রাড়–লী, দরগাহপুর ও সাতক্ষীরা জেলার সাথে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কে প্রতিদিন শত শত হালকা যানবাহন, ও কিছু কিছু ভারী যানবাহন ও চলাচল করে। এ সড়কের পাশে বোয়ালিয়া বীজ উৎপাদন খামার অবস্থিত। কালবার্টটি ভেঙ্গে পড়ায় গদাইপুরের গ্রামীন সড়ক দিয়ে ঘুরে যানবাহন চলাচল করছে। এতে গদাইপুরের ৮ ফুট চওড়া পিচের সড়কটির ভাঙ্গা শুরু হয়েছে।
জানাগেছে, ২০১২ সাল থেকে বোয়ালিয়া কপোতাক্ষ নদের উপর ব্রীজের নির্মাণ কাজ শুরু হয়। তার আগে থেকে এই সড়কটির কোন সংস্কার কাজ করা হয়নি। ২০১৮ সালে ব্রীজ নির্মাণ সম্পন্ন হওয়ার পরে পূর্ব পাশের এ্যাপ্রোস সড়ক নির্মাণ করা হয়। তবে ব্রীজ থেকে ২.৩ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়নি। এ ব্যাপারে উপজেলা ইঞ্জিনিয়ার আবু সাঈদ জানান, সড়কটির নির্মাণের জন্য টেন্ডার হয়েছে। তবে বৃষ্টিরপর নভেম্বর-ডিসেম্বরে কাজ শুরু হবে বলে তিনি জানান। গদাইপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন লিটন জানান, বোয়ালিয়া সড়কটি ডিস্টিক বোর্ডের অধীনে। সে কারণে ইউনিয়ন থেকে কোন কাজ করার সুযোগ নাই। তবে স্থানীয়রা কালবার্টটিতে বালী ও মাটি দিয়ে কিছু অংশ ভরাট করায় ভ্যান, মটরসাইকেল ও বাইসাইকেল চলাচল করছে। এলাকাবাসী অতিদ্রুত গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কার সহ কালবার্টটি নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।