শুক্রবার ● ১১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ঢাকা মার্কেনটাইল ব্যাংকে স্বামী-স্ত্রীকে ৫ ঘন্টা আটক রাখার অভিযোগ
পাইকগাছায় ঢাকা মার্কেনটাইল ব্যাংকে স্বামী-স্ত্রীকে ৫ ঘন্টা আটক রাখার অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : – পাইকগাছায় ঋনের টাকা আদায়ের জন্য দি ঢাকা মার্কেনটাইল কো-অপারেটিভ বাংকে স্বামী স্ত্রীকে ৫ ঘন্টা আটকে রেখেছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে জানাযায়,উপজেলার শ্রীরামপুর গ্রামের মির আহম্মাদের ছেলে মির আকরাম হোসেন ও তার স্ত্রী মমতাজ বেগম কে বিকাল ৫টা দিকে পাইকগাছা বাজারের হোটেল কলাপাতা থেকে উঠিয়ে এনে রাত্র ১০ টা পর্যন্ত আটক করে রাখা হয়েছে। আটক রাখার খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা বাংকে যেয়ে দেখেন ব্যাংকের প্রধান ফটকে ৩টি তালা মেরে রেখেছে।
গনমাধ্যম কর্মীরা আটক রাখার বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষর কাছে জানতে চাইলে তারা গণমাধ্যম কর্মীদের উপর ক্ষিপ্ত হয়ে অসৌজন্যমমুলক আচারন করেন এবং তারা বলেন এ বিষয়ে ব্যাংক ম্যানেজার ভাল জানেন। উপায়ন্ত না পেয়ে গণমাধ্যম কর্মীরা থানার ওসি কে জানালে তিনি সৃষ্ট সমস্যা সমাধানের জন্য এস আই নকিব কে সঙ্গীয় ফোর্স দিয়ে পাঠিয়ে দেন। পুলিশ ঘটনাস্থলে এসে দেখেন প্রধান ফটকে তালা লাগানো। ব্যাংক কর্তৃপক্ষ কে অবগত করলে তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখেন ভূক্তভুগি দুজনকে আটকে রাখার হয়েছে।
ঋন গ্রহীতা মির আকরাম হোসেন ও তার স্ত্রী মমতাজ বেগমের কাছে জানতে চাইলে তারা বলেন আমাদের কাছে ব্যাংক টাকা পাবে বলে আমাদের কে হোটেলে খাওয়ার সময় ব্যাংকের কিছু লোক যেয়ে বলেন ব্যাংক ম্যানেজার আমাদের কে পাঠিয়েছে আমাদের সঙ্গে এক্ষুনি যেতে হবে। আমাদের হোটেলে খাওয়া অসুম্পুন্ন অবস্থায় উঠিয়ে এনে আটকে রাখে। ব্যাংক ম্যানেজার আমাদের বলেন টাকা না দেয়া পর্যন্ত আপনাদের ছেড়ে দিবনা। এদিকে আকরাম হোসেন বলেন আপনি আমাদের কে লিগ্যাল নোটিশ দিয়েছেনতো আমরা আপনাদের টাকা পরিশোধ করে দিব। আমার অসুস্থ স্ত্রীকে যেতে দেন। বাড়িতে আমার শিশু সন্তান কান্নাকাটি করছে। কিন্তু ব্যাংক ম্যানেজার আমাদের উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে অমানবিক আচারণ করেন। এমনকি ব্যাংক ম্যানেজার বলেন টাকা না দেয়া পর্যন্ত সাংবাদিক ও প্রশাসন যেই আসুকনা কেন তোদের ছেড়ে দিবনা। আরো বলেন টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত তোদের কে আমাদের কাছে থাকতে হবে।
পরবর্তিতে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ও ওয়ার্ড কাউনন্সিলর তৈবুর রহমান সহ গণমাধ্যম কর্মীরা ও বেশ কিছু লোক ব্যাংকে যেয়ে স্বামী স্ত্রীকে আটক রাখার বিষয়ে জানতে চাইলে ব্যাংক ম্যানেজার বলেন তাদের কাছে ঋনের টাকা পাব তাই তাদের কে ডেকে এনেছি মাত্র। পৌর মেয়র ও ওয়ার্ড কাউনন্সিলরের হস্তক্ষেপে রাত ১০ টায় তার উদ্ধার হয়েছে।