শুক্রবার ● ১ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » শিক্ষা » কেশবপুরে গরীব ও মেধাবী ২৩৯ শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল বিতরণ
কেশবপুরে গরীব ও মেধাবী ২৩৯ শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল বিতরণ
এম আব্দুল করিম কেশবপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের কেশবপুরে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় শুক্রবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ও মেধাবী ২৩৯ শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় স্থানীয় পাবলিক ময়দানে প্রধান অতিথি হিসাবে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরন ও বক্তব্য রাখেন সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য হাজী হাসান সাদেক, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, পলাশ কুমার প্রমুখ। অনুষ্ঠানে ৩শ’৩৯ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের নতুন বাইসাইকেল, ৩শ’২০টি ফুটবলসহ ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, ব্যাডমেন্টন খেলার সামগ্রী বিতরন করা হয়। এ সময় সংসদ সদস্য ইসমাত আরা সাদেক ২৯ জন যুবককে ১২ লাখ ৭৫ হাজার টাকা এবং ২৮ জনকে ঢেউটিন ও ৬ থেকে ৯ হাজার টাকার নগদ চেক বিতরন করেন।