বৃহস্পতিবার ● ২১ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ » আশাশুনির বাইনতলা হাইস্কুলের দাতা শ্রেণির ভোটার তালিকা তৈরীতে অনিয়মের অভিযোগ
আশাশুনির বাইনতলা হাইস্কুলের দাতা শ্রেণির ভোটার তালিকা তৈরীতে অনিয়মের অভিযোগ
আশাশুনি : আশাশুনির বাইনতলা আর.সি মাধ্যমিক বিদ্যালয়ে দাতা শ্রেণির ভোটার তালিকা তৈরীতে অনিয়মের অভিযোগ। বুধবার সকালে আশাশুনি প্রেসক্লাবে তালিকা তৈরীতে অনিয়মের প্রতিকারে সাংবাদ সম্মেলন করেন বাইনতলার বাবুরাম সরকারের ছেলে দীনেশ চন্দ্র সরকার। এ সময় তিনি লিখিত ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জানান, উপজেলা বড়দল ইউনিয়নের বাইনতলা আরসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেন্দ্র নাথ মন্ডলের বিজ্ঞপ্তি মোতাবেক তিনি ১৬ নভেম্বর অফিস সময়ের মধ্যে দাতা শ্রেণির সদস্য পদের জন্য নগদ ২০ হাজার টাকা জমা দিয়ে রশিদ গ্রহন করেন। ওই দিন আরও ১১ জন শুধু ১১টি ব্যাংক চেক প্রদান করে ভোটার হওয়ার আবেদন করেন। সহ মোট ১০ জনের প্রদত্ত চেক সরকারি বিধি মোতাবেক হয়নি। কিন্তু দীনেশ সরকার ও বিপ্লব কান্তি মন্ডলের চেকটি ছাড়া ১২ জনের মধ্যে ১০ জনের চেক বিধি বহির্ভূতভাবে অন্যের চেক বইয়ের পাতা ব্যবহার করে জমা দিয়েছেন যা বিধি মোতাবেক হয়নি। বিধি বহির্ভূতর মধ্যে রতেœশ^র মন্ডল জমা দিয়েছে পবিত্র মন্ডলের চেক, রাজীব কুমার মন্ডল জমা দিয়েছে সুজিত কুমার গাইনের, হাসান মোল্যা জমা দিয়েছে খালেক মোল্যার, হোসেন মোল্যা জমা দিয়েছে খালেক মোল্লার, ইউকে মোল্যা জমা দিয়েছে খালেক মোল্যার, গুরু দাশ মন্ডল জমা দিয়েছে খালেক মোল্লার, সুজিত কুমার গাইন জমা দিয়েছে খালেক মোল্লার, গীতা রানী মন্ডল জমা দিয়েছে বিপ্লব কান্তির, লিপিকা বালা জমা দিয়েছে বিপ্লব কান্তির ও অরবিন্দু মন্ডল জমা দিয়েছে বিপ্লব কান্তির চেক বইয়ের পাতা। এ ঘটনায় দীনেশ চন্দ্র সরকার প্রতিকার প্রার্থনা করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছে। সংবাদ সন্মেলনে তিনি আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।