বৃহস্পতিবার ● ২১ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » সারাদেশ » পাইকগাছায় ড্রেন খননের ব্যবস্থা প্রয়োজন
পাইকগাছায় ড্রেন খননের ব্যবস্থা প্রয়োজন
একেএম নওয়াজ শরীফ তুহিন, পাইকগাছা ॥
পাইকগাছা পৌরসভায় ড্রেন খননের ব্যবস্থা না থাকায় পানি নিস্কাশনের নানা অসুবিধার সৃষ্টি হচ্ছে।
পাইকগাছার আশেপাশে যে নদ-নদী রয়েছে সে নদ-নদীর অবস্থা প্রায় মৃত প্রায় অবস্থার কারণে পানি সরানোর তেমন কোন ব্যবস্থা নেই। একটু বৃষ্টি হলেই বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে ড্রেনের ব্যবস্থা না থাকার কারণে পানি সরানোর আর কোন উপায় থাকে না। ফলে ঘর বাড়িতে পানি উঠে আসে। পৌরসভার ৬নং ওয়ার্ডসহ বেশ কিছু ওয়ার্ডে পানি সরানোর তেমন কোন ব্যবস্থা না থাকায় রাস্তার উপরে পানি উঠে এসে রাস্তা তলিয়ে যায়। যার ফলে দীর্ঘদিন ধরে পানি সরানোর ব্যবস্থা না থাকার কারণে বিভিন্ন রকমের পানিবাহিত রোগের সৃষ্টি হচ্ছে, এতে আক্রান্ত হচ্ছে শিশুসহ বয়স্করাও। তাছাড়া দেখা দিচ্ছে মশার প্রাদুর্ভাবও।
কৃষকের জমিতে পানি আটকে থাকায় নষ্ট হচ্ছে কৃষকের জমির ফসল। ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক, রোগাগ্রস্থ হয়ে পড়ছে গৃহপালিত পশু প্রাণীরাও। তাছাড়া পানিতে তলিয়ে যেয়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে মৎস্য চাষীরাও। আর যেখানে ড্রেনের ব্যবস্থা রয়েছে, বেশির ভাগ জায়গায় ড্রেনের উপরে ঢাকনা না থাকায় একটু ভারি বৃষ্টি হলেই ড্রেন পানিতে ভরে ওঠে। কাজেই রাস্তা এবং ড্রেনের সীমানা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। এজন্য ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। এ দুর্ঘটনার শিকার হতে পারে শিশুসহ সাধারণ মানুষ। আর যেখানে ঢাকনার ব্যবস্থা রয়েছে সেসব ঢাকনার অবস্থা অত্যন্ত নাজুক। অপরিকল্পিত নগরায়নের ফলে ড্রেন খননের সুব্যবস্থা না করার কারণে মানুষকে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে।
তাই অতি দ্রুত ড্রেন খননের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন, ড্রেন খননের এ জোর দাবি এলাকাবাসীসহ সকলের।