বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রযুক্তি » মহাকাশ গবেষণা আমেরিকাকে ছাড়িয়ে যাবে চীন ৩০ ফুটবল মাঠের সমান বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ বানাচ্ছে চীন
মহাকাশ গবেষণা আমেরিকাকে ছাড়িয়ে যাবে চীন ৩০ ফুটবল মাঠের সমান বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ বানাচ্ছে চীন
এসডব্লিউ নিউজ ঃ বিশ্বের বৃহত্তম টেলিস্কোপ তৈরি করছে চীন। মহাকাশ গবেষণায় পরাশক্তি যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে আরও একধাপ এগিয়ে গেল এ অঞ্চলিক পরাশক্তি। মহাকাশ সংক্রান্ত তথ্য পেতে এখন আর প্রযুক্তি দাঁতাদের কাছে ধরনা দিতে হবে না বেইজিংয়ের। ২০১১ সালের মার্চে হাতে নেয়া নির্মাণ কাজ শেষ হবে আগামী বছর। ফলে মহাকাশ গবেষণার সফট পাওয়ার সম্রাট আমেরিকার সামর্থকে ছাড়িয়ে যাবে চীন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে এএফপি।
চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুইজুতে নির্মাণ করা হচ্ছে বিশাল আকৃতির এ টেলিস্কোপটি। যন্ত্রটির নাম দেয়া হয়েছে অ্যাপাচার স্ফেলিকাল রেডিও টেলিস্কোপ। এটির ব্যাস ১৭০০ ফুট যা আমেরিকার পুয়ের্তোরিকোতে স্থাপিত ১০০০ ফুট ব্যাসের টেলিস্কোটির দেড় গুণের বেশি। কর্তৃপক্ষ অনলাইনে বেশ কয়েকটি ছবি প্রকাশ করছে বলে এএফপির খবরে উল্লেখ করা হয়েছে। প্রায় ৩০টি ফুটবল মাঠের সমান অতি দানবাকৃতি টেলিস্কোপটির নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। যন্ত্রটির প্রতিফলক প্রস্তুত করতে প্রকৌশলীরা প্রায় ৪৪৫০টি ত্রিভুজাকৃতির প্যানেল জোড়া লাগানোর কাজ শুরু করেছে। নির্মাণ কাজ শেষ হলে যুক্তরাষ্ট্রের অ্যারেকিবো অভজার্ভেটরি টেলিস্কোপটিকে আকার ও কর্মদক্ষতায় সবদিক দিয়ে ছড়িয়ে যাবে এটি। সিনহুয়া নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে।