বৃহস্পতিবার ● ১২ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি » কৃষি পণ্যের উৎপাদন ও মান বাড়াতে হবেঃ ট্যারিফ কমিশন চেয়ারম্যান তপন কান্তি ঘোষ
কৃষি পণ্যের উৎপাদন ও মান বাড়াতে হবেঃ ট্যারিফ কমিশন চেয়ারম্যান তপন কান্তি ঘোষ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) তপন কান্তি ঘোষ বলেছেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার। এটি বাস্তবায়ন অনেক চ্যালেঞ্জিং হলেও সরকার লক্ষ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ইতোমধ্যে, মাথাপিছু আয় বৃদ্ধি সহ মানব সম্পদ সূচকে সাফল্যজনক অগ্রগতি হয়েছে উল্লেখ করে ট্যারিফ কমিশন চেয়ারম্যান বলেন, কেউ যাতে উন্নয়ন থেকে বাইরে না থাকে এবং উন্নয়নের সুফল যাতে সবাই পায় এ লক্ষে সরকার কাজ করছে। সরকার কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধির লক্ষে বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে সচিব তপন কান্তি বলেন, গত বছর ১ বিলিয়ন ডলার মূল্যের কৃষি পণ্য বিদেশে রপ্তানী হয়েছে। রপ্তানীর এ ধারাবাহিকতা অব্যাহত এবং বৃদ্ধি করার জন্য তিনি পণ্যের মান বাড়ানোর উপর গুরুতারোপ করেন। তিনি বঙ্গবন্ধুর সুখী সমৃদ্ধিশালী এবং প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি নির্ভর উন্নত বাংলাদেশ গড়ার জন্য দেশ বিরোধী ও অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বৃহস্পতিবার সকালে পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পণ্যবিপণন মনিটরিং কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন, আওয়ামী লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, গাজী জুনায়েদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, স্যানেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল প্রমুখ। সভায় উপস্থিত উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীবৃন্দ।