শনিবার ● ২৮ মার্চ ২০২০
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » বিশ্ব জুড়ে করোনার তান্ডব
বিশ্ব জুড়ে করোনার তান্ডব
একেএম নওয়াজ শরীফ তুহিন, পাইকগাছা প্রতিনিধি ॥
বিশ্বজুড়ে করোনার তান্ডব বেড়েছে। করোনা ভাইরাসের ব্যাপকতা এতটাই বেড়েছে যে, মানুষের জনমনে আংতকের সৃষ্টি হয়েছে। বিশ্বে প্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে চীনে, তারপর আস্তে আস্তে আক্রান্ত হতে থাকে ভারত পাকিস্তানসহ বিশ্বের প্রায় সকল দেশই।
বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রথম দিকে খুব একটা শোনা না গেলেও বর্তমানে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। এর ফলে মানুষের মনে ভয়-ভীতির সৃষ্টি হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে এখনও পর্যন্ত কোন ঔষধ আবিস্কৃত না হওয়ার ফলে বিশ্বে এ রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিন বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে এ রোগে আক্রান্ত হয়ে বহু লোক অকালে মৃত্যুবরণ করে না ফেরার দেশে পাড়ি জমাচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধে চাই সচেতনতা, সবাইকে সচেতন হতে হবে, সকলকে এগিয়ে আসতে হবে।
এ রোগ প্রতিরোধে তেমন কোন ঔষধ না থাকায় একমাত্র সচেতনতাই পারে এ রোগে আক্রান্ত হওয়া থেকে দুরে রাখতে। এজন্য বাইরের পরিবেশ থেকে নিজেকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে হবে খেয়াল রাখতে হবে বাইরের ধুলা, ময়লা, জীবানু শরীরে প্রবেশ করতে না পারে, তার জন্য ব্যবস্থা নেওয়া। পরিচ্ছন্নতা পারে এ রোগ থেকে কিছুটা দূরে রাখতে, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের সাহায্য ও সহযোগিতা প্রয়োজন এ জন্য সরকারকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।
এ রোগ প্রতিরোধে যাদের উপর দায়িত্ব অর্পন করা হয়েছে বিশেষজ্ঞ ডাক্তার কিংবা এ বিষয়ে পারদর্শী তারা যেন সঠিকভাবে রোগ নির্ণয় করে, এ ভাইরাস শনাক্ত করে সঠিকভাবে চিকিৎসা প্রদান করে, তা তদারকির জন্য সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করছি। করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বের সকলকে এক সাথে এগিয়ে আসতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধের এ দাবী বিশ্ববাসীসহ সকলের।