বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » সর্বশেষ » মোংলায় দরিদ্র জেলেদেরও উপকূলীয় মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছেন। কোস্টগার্ড ও মোংলা পৌরসভা।
মোংলায় দরিদ্র জেলেদেরও উপকূলীয় মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছেন। কোস্টগার্ড ও মোংলা পৌরসভা।
এরশাদ হোসেন রনি,মোংলাঃ
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে সুন্দরবন ও নদীকেন্দ্রীক যাদের জীবন জীবিকা সেই জেলেরা বর্তমানে ঘরবন্দি হয়ে জীবন কাটাচ্ছে, অনেক পরিবার যখন কর্মহীন হয়ে পড়েছে ঠিক সেই সময় বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদস্যরা তাদের পাশে দাঁড়িয়েছে। অসহায় অসহায় জেলেদের নৌকায় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে। করোনা ভাইরাসের ক্ষতিকর দিকগুলো তুলে ধরছে স্থানীয় জেলেদের মাঝে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে মোংলার জয়মনির শেলা নদীতে জেলেদের নৌকায় খাবার পৌঁছে দিয়েছে কোস্টগার্ড সদস্যরা। কোস্টগার্ড বাহিনী দরিদ্র কর্মহীন দিনমজুর ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি সোয়ামিন তৈল, ১কেজি চিনি, ,১ কেজি লবন ও ১টি করে সাবান বিতরণ করা হয়। এই সময় কোস্টগার্ড বাহিনীর অন্যান্য, নাবিক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জানতে চাইলে কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম. হাবিবুল আলম বলেন, আমরা পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাবার বিতরণ করেছি। করোনা ভাইরাস সম্পর্কে জনসাধারনকে সচেতন করে যাচ্ছি। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ নির্মূল না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
করোনা সংক্রমণএর প্রভাব পড়েছে মোংলা পোর্ট পৌরসভার দিন মজুর মানুষেরমাঝে।এই দিক বিবেচনা করে মোংলা পোর্টপৌরসভার মেয়র জুলফিকার আলী নিজ হাতে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন খাদ্যসামগ্রী।এ সময় তিনি সবাইকে করোনা ভাইরাস সম্পর্কে সবাইকে সচেতন করেন।সবাইকে নিজ নিজ বাড়ীতে থাকার অনুরোধ জানান।