শুক্রবার ● ৩ এপ্রিল ২০২০
প্রথম পাতা » সারাদেশ » মোংলায় নৌবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ
মোংলায় নৌবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ
এরশাদ হোসেন রনি,মোংলাঃ
করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে মোংলা, বাগেরহাট, বরগুনা ও তার পার্শ্ববর্তী এলাকায় অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষে কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে গত ২৬ মার্চ থেকে বাংলাদেশ নৌবাহিনীর ৭ টি কন্টিনজেন্ট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কন্টিনজেন্টসমূহ তাদের কাজের অংশ হিসেবে স্থানীয় পর্যায়ে জনসাধারনের মাঝে সচেতনতা সৃষ্টি, সামাজিক দূরত্ব সৃষ্টি ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ এবং একান্ত প্রয়োজনে বাড়ির বাইরে অবস্থানের ক্ষেত্রে মাস্ক পরিহিতকরণের জন্য নির্দেশনা প্রদান করছে। বানৌজা মংলা ঘাঁটির উদ্যোগে গত কয়েকদিনে দিগরাজ এলাকার বিভিন্ন জায়গায় জীবাণুনাশক ছিটানো হয়েছে এবং সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত মোংলায় অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর স্থাপনা প্রাঙ্গনে স্থানীয় মোংলা ও আশপাশ এলাকার অসহায় দুস্ত তিন শতাধিক পরিবারের মধ্যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, লবন, আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যদি। করোনা ভাইরাস সংক্রমনরোধে ঘরে থাকা নিম্ম আয়ের মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মূসা। শুভেচ্ছা বক্তব্যে রিয়ার এডমিরাল মোহাম্মদ মূসা বলেন, দেশের এই দূর্যোগ কালীন মূহুর্তে দেশের শ্রমজীবী মানুষকে সহযোগিতা করতে বাংলাদেশ নৌবাহিনী ব্যাপক পদক্ষেপ নিয়েছে। নৌবাহিনীর নিজস্ব অর্থায়নে শ্রমজীবী কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতেও সহযোগিতা অব্যহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন বানৌজা মংলা ঘাঁটির অধিনায়ক, নৌকর্মকর্তা এবং জেসিওস, নাবিকসহ বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।