শনিবার ● ৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » অপরাধ » স্বাভাবিক জীবনে ফিরে আসা জলদস্যুদের পাশে দাঁড়ালো র্যাব-৮
স্বাভাবিক জীবনে ফিরে আসা জলদস্যুদের পাশে দাঁড়ালো র্যাব-৮
মোঃএরশাদ হোসেন রনি ,মোংলাঃ
স্বাভাবিক জীবনে ফিরে আসা জলদস্যুদের পাশে দাঁড়ালো র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-৮) করোনা ভাইরাসে সংক্রমণের কারনে কর্মহীন হয়ে পড়া এসব জেলেদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন র্যাবের সদস্যরা।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে মোংলা ফুয়েল ঘাটে এক সময়ের সুন্দরবনের ত্রাস জল দস্যুদের বিভিন্ন বাহিনী থেকে আত্মসমর্পনকারী ২৮৪ জন দস্যুদের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন বরিশাল র্যাব-৮ এর পক্ষে এএসপি মো. ইফতেখারুজ্জামান
এসময় তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় মানবজাতি আজ হুমকির সম্মুখীন। বাংলাদেশ একটি ঘনবসতি পূর্ণ দেশ বিধায় আমাদের জন্য এটি মারাত্মক বিপর্যয় বয়ে আনতে পারে। একমাত্র ব্যক্তিগত এবং সামাজিক সচেতনতাই আমাদেরকে এ বিপর্যয় থেকে রক্ষা করতে পারে।
এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ব্যতিত অন্যান্য দোকান, হোটেল, রেস্টুরেন্ট বন্ধ রাখা, অপ্রয়োজনে গৃহের বাহিরে অবস্থান না করা, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বর্জন করা, সবসময় মাস্ক পরে বাহিরে অবস্থান করা, ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা ইত্যাদি বিষয় সূমহের উপর আমাদের পক্ষ থেকে এর উপর গুরুত্তারোপ করে প্রচারনা করা হচ্ছে। তিনি আরো জানান, সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজনে সারা বাংলাদেশে জনসমাগমমূলক সব ধরণের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এর ফলে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে এদেশের খেটে খাওয়া সাধারণ জনসাধারণ। এই সকল ক্ষতিগ্রস্থ জনসাধারণকে সাহায্য ও সহযোগিতা করার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহন করেছে র্যাব। এরই ধারাবাহিকতায় র্যাব-৮ এর আওতাধীন ১১টি জেলায় অসহায় জেলে, দরিদ্র বেদে সম্প্রদায় এবং প্রতিবন্ধীসহ সর্বমোট ৪শ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।