সোমবার ● ৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » করোনা থেকে বাঁচতে সকলকে সচেতন থাকার আহবান জানান সুন্দরবন ইউপি চেয়ারম্যান
করোনা থেকে বাঁচতে সকলকে সচেতন থাকার আহবান জানান সুন্দরবন ইউপি চেয়ারম্যান
মোঃএরশাদ হোসেন রনি। মোংলা।
মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃকরিব হাওলাদার করোনা ভাইরাস থেকে বাঁচতে সমাজের সকলকে সচেতন হওয়ার আহবান জানান।
শনিবার সকালে করোনা ভাইরাস এর হাত থেকে ইউনিয়ন এর সাধারন জনগনকে রক্ষা করার জন্য চেয়ারম্যান হিসাবে আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করছেন সাংবাদিক দের এ প্রশ্নের জবাবে তিনি বলেন।
আমি আমার ইউনিয়ন বাসীকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করেছি।পত্যেকে যেন নিরাপদ দুরত্ব বজায় রেখে নিজ নিজ বাড়ীতে অবস্থান করে।একান্ত প্রয়োজন ব্যতিত কেউ জানি বাড়ির বাইরে বেরিয়ে অযথা ঘোরাঘুরি না করে।ঘর থেকে বাইরে বের হওয়ার সময় অবশ্যই যেন সকলে মাস্ক ব্যবহার করে। বাইরে থেকে বাড়িতে ফিরে এসে সবাই যেনো সাবান দিয়ে ভালো ভাবে হাত ধোয় সে বিষয়ে সচেতন করেছি । গ্রাম পুলিশের সহায়তায় সাধারণ জনগন যেন জনসমাগম না করে সেদিকে লক্ষ্য রাখছি।ইউনিয়ন এর চায়ের দোকানে কেউ জানি বসে বসে আড্ডা না দিতে পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য গ্রাম পুলিশকে নির্দেশ দিয়েছি।ইউনিয়ন এর সব যায়গায় জীবানু নাশক ঔষধ ছিটিয়েছি।আমি নিজ হাতে ইউনিয়ন এর সকল ওয়ার্ডে মাস্ক ও লিপলেট বিতরন করেছি।ইউনিয়ন পরিষদ ভবন এ প্রবেশ মুখে হাত ধোয়ার ব্যাবস্থা করেছি। ইউনিয়ন এ যারা বাইরে থেকে এসেছে তারা ঠিক ভাবে কোয়ারেন্টাইন করছে কিনা সেদিকে লক্ষ্য রাখছি।
এছাড়া কেউ না খেয়ে আছে কিনা সেদিকে খেয়াল রাখছি।আমি সরকারি ভাবে যে ত্রান সহায়তা পেয়েছি তার মাধ্যমে আমার ইউনিয়ন এর অসহায় ১৩০ টি পরিবারকে সহায়তা করেছি।তাছাড়াও আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে যতটুকু পারতেছি সাহায্য করে যাচ্ছি।আমি আমার নাম্বার দিয়ে দিয়েছি ইউনিয়ন এর সকল জনগনের কাছে।তাদের বলে দিয়েছি আপনাদের কোন সমস্যা হলে আমাকে কল করবেন।আমি আছি আপনাদের পাশে সবসময়।
এ সময় তিনি সমাজের বিত্তবান লোকদের এগিয়ে আসার আহবান জানান।তিনি বলেন সমাজের সকল বিত্তবান ব্যাক্তিদের উচিত দেশের এ পরিস্থিতিতে অসহায় কর্মহীন লোকদের পাশে থাকা।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব অভিজিৎ দাশ সাওন।সংরক্ষিত মহিলা সদস্য (৪,৫,৬) নুর জাহান বেগম।