বুধবার ● ৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » করোনায় বিশ্বের ২০৯ টি দেশে মৃত্যু ৮২ হাজারের উপরে।।আক্রান্ত ১৪ লক্ষ ছাড়িয়ে
করোনায় বিশ্বের ২০৯ টি দেশে মৃত্যু ৮২ হাজারের উপরে।।আক্রান্ত ১৪ লক্ষ ছাড়িয়ে
ছবিঃ অনলাইন ।
এস ডব্লিউ নিউজ:
বৈশ্বিক দুর্যোগ করোনাভাইরাসে (কোভিড -১৯) এ পর্যন্ত ২০৯ টি দেশে মৃত্যু হয়েছে ৮২ হাজার ১৯ জন।
আর বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৪ লক্ষ ৩০ হাজারের উপরে ( সকাল)। আক্রান্ত রোগী চিকিৎসায় সুস্থ্য হয়ে উঠেছেন ৩ লক্ষ ১ হাজার ৮শ এর উপরে। এছাড়া আক্রান্তদের মধ্যে ৪৭ হাজার ৯ শ ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। পরিতাপের বিষয় করোনার সংক্রমনে আক্রান্ত রোগীর সংখ্যা যে হারে বাড়ছে, সে তুলনায় আক্রান্ত রোগী চিকিৎসায় সুস্থতার সংখ্যা বেশ কম।
প্রাপ্ত তথ্যে, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত এখন পর্যন্ত ৪ লক্ষের উপরে। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৮শ ৩৭ জন।
এ পর্যন্ত বিশ্বে করোনায় ইতালিতে সর্বাপেক্ষা বেশী মৃত্যু হয়েছে ১৭ হাজার ১২৭ জনের । মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৫ হাজারের বেশী। তথ্য সুত্রঃ ওয়ার্ল্ডোমিটার।