বুধবার ● ৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » বিবিধ » আপনারা ঘরে থাকুন,আমি আপনাদের খাবারের দায়িত্ব নিলাম। আলহাজ্ব জুলফিকার আলী।
আপনারা ঘরে থাকুন,আমি আপনাদের খাবারের দায়িত্ব নিলাম। আলহাজ্ব জুলফিকার আলী।
মোঃএরশাদ হোসেন রনি।মোংলা।
আপনারা ঘরে থাকুন, আমি আপনাদের খাবারের দায়িত্ব নিলাম। করোনা পরিস্থিতি মোকাবেলায় নিজ কাধে এমন দায়িত্ব তুলে নিলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র জুলফিকার আলী।
তিনি বলেন অসহায় কর্মহীন মানুষ ও মধ্যবিত্ত পরিবার গুলোর জন্যই আমার এ উদ্যোগ।আমি সম্পূর্ণ নিজ তহবিল থেকেই এমন উদ্দ্যোগ গ্রহন করেছি। আমার ব্যাক্তি গত অর্থ দিয়েই এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।
করোনা ভাইরাস থেকে বাচার জন্য সকলকে ঘরে থাকার অনুরোধ করছেন জুলফিকার আলী।তিনি বলেন আপনার আপনাদের ঘরে অবস্থান করুন।নিজে বাচুন, পরিবার ও দেশকে বাচান।একান্ত প্রয়োজনে যদি ঘর থেকে বাইরে বের হতে হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।নিরাপদ দুরত্ব বজায় রেখে রাস্তায় চলাফেরা করুন। আপনারা খাবারের চিন্তা করবেন না।আপনাদের খাবারের প্রয়োজন হলে সরাসরি আমাকে ফোন করবেন।আমি আপনাদের খাবার আপনাদে বাড়ি পৌঁছে দেবো।আপনাদের খাবারের দায়িত্ব আমাকে দিন। আপনার নিরাপদে ঘরে থাকুন।এই মহামারীর হাত থেকে আমাদের দেশকে বাচান।
গত ৪ তাং থেকে তিনি নিজ উদ্যোগে কল সেন্টার এর কার্যক্রম শুরু করেন।টেলিফোন এর মাধ্যমে পরিচালিত হয় এই মহৎ কার্যক্রম। এ কার্যক্রম মাধ্যমে ইতিমধ্যে প্রায় ৫০০ পরিরার কে পৌঁছে দেয়া হয়েছে এ খাদ্য সামগ্রী।প্রতিদিন ই চলছে এ কার্যক্রম চলবে সংকট শেষ না হওয়া পর্যন্ত। এমন কথাই জানিয়েছেন মেয়র জুলফিকার আলী।
জুলফিকার আলী বলেন কল সেন্টার খোলার পর থেকে প্রতিদিন আমার কাছে প্রায় দুই শতাধিক ফোন আসে।আমি পত্যেকের কাছ থেকে তাদের প্রয়োজন শুনি এবং তার নাম ও তার বাড়ীর ঠিকানা জেনে নেই।এবং তাদের কাছে খাদ্য সামগ্রী পৌছে দেই।ফোন দেয়া মাত্রই দ্রুত ব্যাবস্থা গ্রহণ করি। মূলত মোংলা পোর্ট পৌরসভায় বসবাসরত অসহায় হতদরিদ্র ও মধ্যবিত্ত মানুষের কেউ যেন ক্ষুধায় কস্ট না পায় এজন্যই আমার এ উদ্যোগ।
মধ্যবিত্ত পরিবার সম্পর্কে জুলফিকার আলী বলেন দেশের এই ধরনের পরিস্থিতিতে সবচেয়ে বেশী সমস্যার সম্মুখীন হয় মধ্যবিত্ত পরিবার গুলো ।তারা পারে না কারো কাছে হাত পাততে,পারে না তাদের আর্থিক সমস্যার কথা কারো কাছে বলতে ।বিশেষ করে তাদের কথা চিন্তা করেই আমি আমার ব্যাক্তি গত ফোন নাম্বার ব্যাবহার করেছি।এবং সকলকে বলে দিয়েছি আপনারা আমার কাছে ফোন করবেন আমি সবার অজান্তে আপনাদের কাছে খাবার পৌঁছে দেবো । আপনার পরিচয় জনসমুক্ষে প্রকাশ করা হবে না।আপনার আমাকে আপনাদের পরিবার এর লোক ভেবে আপনাদের সমস্যা খুলে বলুন। আমি আছি আপনাদের পাশে সবসময়।
তিনি আরো বলেন দেশের এ পরিস্থিতিতে সকল বিত্তবান ব্যাক্তিদের উচিত যার যার নিজ উৎদ্যোগে জনগনের পাশে থেকে জনগনকে সহায়তা করা।তাহলেই আমার প্রকৃত মানুষ হিসাবে নিজেকে সমাজের কাছে পরিচয় দিতে পারবো।
এসময় আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দি,৫নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল চৌধুরী,৯নং ওয়ার্ড কাউন্সিলর আঃকাদের । কাজী ফারুক। কাজী সিদ্দিক সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।