মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » অপরাধ » আশাশুনিতে জমিজমা কেন্দ্রিক প্রতিপক্ষের একতরফা হামলায় বাক প্রতিবন্ধীসহ আহত ৪ জন
আশাশুনিতে জমিজমা কেন্দ্রিক প্রতিপক্ষের একতরফা হামলায় বাক প্রতিবন্ধীসহ আহত ৪ জন
আশাশুনি : আশাশুনিতে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের একতরফা হামলায় বাক প্রতিবন্ধী সহ ৪ জনকে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার উপজলার গোদাড়া গ্রামে। এব্যাপারে আশাশুনি ানায় লিখিত অভিযোগ ও হাসপাতালে চিকিৎসাধীন জানাগেছে, ওইদিন উপজেলার গোদাড়া গ্রামের মাহবুবর রহমান ও তার পিতা ওয়াজেদ আলী সরদার ৩ জন শ্রমিক সাথে নিয়ে বাড়ীর নিচে গোদাড়া মৌজার মথুর বিলে পৈত্রিক ৩ বিঘা জমির মৎস্য ঘেরে বেড়িবাঁধের কাজ করছিল। এমতাবস্থায় সকাল ৮টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তী ঘের মালিক একই গ্রামের মালেক পাড়ের পুত্র খায়রুল ইসলাম পাড় (৪০) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (৩২), ভাই আজহারুল পাড় (৪৫) ও আমিরুল পাড় (৪৩), মৃত মইনুর পাড়ের পুত্র ইসমাইল পাড় (৩২) দা, চাইনিজ কুড়াল, লোহার রড সহ লাঠিসোটা নিয়ে দলবদ্ধ হয়ে ঘটনাস্থলে পৌছে মাহবুবর ও ওয়াজেদ আলী সরদারদের অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করা মাত্রই খায়রুল পাড় গংরা মাহবুবর ও তার পিতা ওয়াজেদ আলীকে মারপিট ও কোপ মারিয়া রক্তাক্ত জখম করে। তাদের ডাকচিৎকারে বাড়ীতে থাকা মাহবুবের মাতা রূপবান খাতুন (৫০) ও আব্দুল করিম (৬৫) দ্রুত ঘটনাস্থলে পৌছানো মাত্রই প্রতিপক্ষ খায়রুলরা তাদেরকেও একতরফা মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে দা-চায়নিজ কুড়ালের কোপ ও লোহার রড দিয়া মারপিট করিয়া রক্তাক্ত জখম ও হাড়ভাঙ্গা আহত, শ্লীলতাহানীর চেষ্টাসহ ঘেরের বাসা ভাংচুর করে তছনছ ও লুটপাট করে চলে যায়। পার্শ্ববর্তী লোকজন তাদের ডাকচিৎকারে ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে দ্রুত আশাশুনি হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ওয়াজেদ আলী সরদার ও তার স্ত্রী রূপবান খাতুন আশংকামুক্ত নয় বলে হাসপাতাল সূত্রে জানাগেছে। এঘটনায় মাহবুবর রহমান বাদী হয়ে আশাশুনি থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছে। এরিপোর্ট লেখাপর্যন্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে মাহবুবের পরিবার সূত্রে জানাগেছে। #
ক্যাপশান : আশাশুনির গোদাড়ায় প্রতিপক্ষের হামলায় গুরুতর রক্তাক্ত জখম বাক প্রতিবন্ধী ওয়াজেদ আলী ও তার স্ত্রী রূপবান খাতুন।