শনিবার ● ২ মে ২০২০
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » করোনার উপসর্গ নিয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ রোগী ভর্তি।
করোনার উপসর্গ নিয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ রোগী ভর্তি।
মোঃএরশাদ হোসেন রনি , মোংলাঃ
মোংলায় করোনার উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে মোঃগনি নামে ৭০ বছরের এক বৃদ্ধ । তিনি গত ৫ দিন আগে নারায়নগঞ্জ থেকে মোংলায় আসেন।
এলাকাবাসী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস জানান মোঃ গণি মোংলা পৌর শহরের নতুন কলোনী নিবাসী।তিনি কার্গো জাহাজে রান্না বান্নার কাজ করেন।গত ১মাস ধরে সে কার্গো জাহাজেই অবস্থান করছিলো।জাহাজটি ছিলো নারায়নগন্জে।সেখান থেকে গত ৫ দিন পূর্বে সে তার নিজ বাসা নতুন কলোনীতে আসে।বাড়ীতে বসে সে অসুস্থ হয়ে পড়ে। তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়।এই কথা চারদিকে ছড়িয়ে পড়লে। এলাকায় আতংক বিরাজ করে। পরে স্থানীয়রা প্রশাসনের সহায়তায় প্রথমে তাকে টি এ ফারুক স্কুলে কোয়ারান্টিনে রাখে। কোয়ারেন্টিনে থাকা অবস্থায় বৃৃদ্ধের স্বাস্থ্যের অবনতি ঘটলে বৃহস্পতিবার রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় এবং আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।
অসুস্থ্য ওই বৃদ্ধার শরিরে জ্বর ও মাথা ব্যাথা সহ করোনার উপসর্গ রয়েছে। শনিবার তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেলে পাঠানো হবে।