রবিবার ● ৩ মে ২০২০
প্রথম পাতা » সর্বশেষ » কেশবপুরে ৩ শতাধিক ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
কেশবপুরে ৩ শতাধিক ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতনিধি:
যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে কর্মহীন ৩ শতাধিক আনসার ভিডিপি সদস্য ও সদস্যাদের মাঝে শুক্রবার বিকেলে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদের অনুমোদনক্রমে যশোর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডিং ডাক্তার লুৎফর রহমানের তত্ত্বাবধানে কেশবপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয় থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কেশবপুর উপজেলা প্রশিক্ষক দেবাশীষ দাস, উপজেলা প্রশিক্ষিকা সখিনা খাতুন প্রমুখ। এসময় উপজেলা কার্যালয়ের অধীনে বিভিন্ন ইউনিয়নের ভিডিপি সদস্য ও সদস্যারা উপস্থিত ছিলেন।