রবিবার ● ৩ মে ২০২০
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » কেশবপুরে করোনা আক্রান্ত ১১ জনের ৭ জনই স্বাস্থ্য কর্মী ও ডাক্তার
কেশবপুরে করোনা আক্রান্ত ১১ জনের ৭ জনই স্বাস্থ্য কর্মী ও ডাক্তার
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতনিধি:
যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরতদের ভেতর ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। বৃহস্পতিবার নতুন করে আরো এক মেডিকেল অফিসার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হল। উপজেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত বেড়ে দাঁড়াল ১১ জনে। এর মধ্যে কেশবপুর হাসপাতালের ২ জন মেডিকেল অফিসার, ১ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক, ২ জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ১ জন স্বাস্থ্য সহকারী, ১ জন স্টোর কিপারস। করোনাভাইরাসে আক্রান্ত বাকী ৪ জন উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ জনগণ।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, বৃহস্পতিবার নতুন করে আরো ১ জন মেডিকেল অফিসার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট ১০ জন আক্রান্ত হলো। এর মধ্যে ৭ জনই কমপ্লেক্সের ডাক্তারসহ বিভিন্ন পদে কর্মরত। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কর্মকর্তা ও কর্মচারীসহ অন্যান্য ১৫ জনের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে গত দুই দিনে কোন আক্রান্ত শনাক্ত হয়নি। অন্যদিকে ইমাননগর গ্রামের আক্রান্ত ওই মাদ্রাসা ছাত্রকে বাড়িতে রেখে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তদারকির মাধ্যমে চিকিৎসা প্রদান করছে।