সোমবার ● ১১ মে ২০২০
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » আশাশুনিতে সেনাবাহিনীর উদ্দ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত
আশাশুনিতে সেনাবাহিনীর উদ্দ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত
আশাশুনি : আশাশুনিতে সেনাবাহিনীর উদ্দ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন২০ পরিচালিত হয়েছে। সোমবার সকাল থেকে আশাশুনি মুক্তিযোদ্ধা সংসদের নতুন ভবনে সেনাবাহিনীর ১০৫ পদাতিক ব্রিগেড ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় ক্যাম্প পরিচালনা করেন চার্জিং নাইন। ৪১ ফিল্ড এম্বুলেন্স, সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ও আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক সহযোগিতায় চিকিৎসা ক্যাম্প উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি শাহীন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। চিকিৎসা ক্যাম্প চলাকালে বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা শৃঙ্খলার সাথে সামাজিক দুরত্ব বজায় রেখে চিকিৎসা সেবা নিতে দেখা গেছে।