বৃহস্পতিবার ● ১৪ মে ২০২০
প্রথম পাতা » সারাদেশ » পাইকগাছায় বাস শ্রমিকদের ত্রাণের জন্য বিক্ষোভ ও সড়ক অবরোধ
পাইকগাছায় বাস শ্রমিকদের ত্রাণের জন্য বিক্ষোভ ও সড়ক অবরোধ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় বাস শ্রমিকদের ত্রাণের জন্য বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। বৃহস্পতিবার সকালে ত্রান দেয়ার জন্য ইউএনও শ্রমিকদের তার কার্যালয়ে ডেকে আনেন। এ সময় ৫ কেজি চাল, ১কেজি আলু, আধা কেজি করে লবন, ডাল, তেল দিতে চাইলে শ্রমিকরা ক্ষেপে ওঠে। নেবনা, নেবনা বলে মিছিল করতে করতে চলে যায়। তারা পাইকগাছা জিরোপয়েন্ট ও তেলের পাম্পের কাছে অবরোধ সৃষ্টি করে বন্ধ করে দেয় ছোট বড় সকল যান চলাচল। ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। প্রায় ১ ঘন্টা এ অবস্থা চলাকালে উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, ইউএনও জুলিয়া সুকায়না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাতুল আলম ও ওসি এজাজ শফী ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কর্তৃপক্ষ তাদের দাবী কি তা লিখিতভাবে জানাতে বলেন। দাবী মেনে নিয়ে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে মাসে ৩০ কেজি চাল, ৫ কেজি ডাল, ১৫ কেজি আলু, ৫ লিটার তেল, ৫ কেজি পেঁয়াজ, ২ কেজি লবন ও ২ টি সাবান দাবী করে উপজেলা নির্বাহী অফিসার বরার লিখিত আবেদন করেন স্থানীয় মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সম্পাদক। সভাপতি আবুল কালাম জানায়, ৫৬৯ শ্রমিক ৫২দিন গাড়ী বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মানবিক দিক বিবেচনা করে শ্রমিকদের ত্রাণ দিতে যেয়ে বিপদে পড়েছেন। তারা ত্রাণের পরিবর্তে আড়াই হাজার টাকা বা ২০ কেজি চাল দাবী করে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া যা করা কারোর পক্ষে সম্ভব নয়।