রবিবার ● ১৭ মে ২০২০
প্রথম পাতা » সাহিত্য » কবিতা
কবিতা
ভাবনা
মাধুরী রাণী সাধু
যখন আমি ছোট ছিলাম
ভাবতাম সে কত কিছু,
এখন বড় হয়ে দেখলাম
জীবনটা সে অন্য কিছু।
মাকে দেখতাম আর ভাবতাম
মা হওয়াটা কত ভালো
মা করে সবার কাজ
মুখ করে না কালো।
ভাবতাম আর মাকে দেখতাম
তার নেই কোন সাজ
ঘুরতে হয় না সবার পিছু
মা করে সব কাজ।
মা হয়ে এখন বুঝি
মা যে সব কিছু
ঘুরতে হয় সবার পিছু
আমি ভাবতাম কত কিছু।
করোনা ভাইরাস
মাধুরী রাণী সাধু
বিশ্বজুড়ে শুরু হলো
একি প্রাণনাশের খেলা
এই খেলাতে আছে শুধু
মৃত্যু নামের ভেলা।
এখন মানুষের মনে
আছে শুধু আতঙ্ক
জীবনটাকে বাঁচাতে
হতে হবে সতর্ক।
পরতে হবে মাস্ক
থাকতে হবে একা
তাহলে ঘুরে যাবে
জীবনের চাকা।
চলবে না কারো সাথে
বলবে না কথা
থাকবে হোম কোয়ারেন্টইনে
মনে নিয়ে ব্যাথা।
বার বার সাবান দিয়ে
হাত ধুতে হবে
তাহলে এ ভাইরাস থেকে
নিরাপদে থাকা যাবে।