শনিবার ● ২৩ মে ২০২০
প্রথম পাতা » সাহিত্য » কবিতা
কবিতা
একাকী জীবনের সঙ্গী
জল সিড়ি
আমি যখন একলা থাকি
নদী আমাকে বলে ছুটে এসো আমার কাছে ,
তোমাকেই ডাকি
আমি যখন নীরব থাকি
কাশফুল আমাকে বলে এসো পরশ বুলাই
হবে কি লুকোচুরি
আমি যখন উদাস থাকি
বসন্ত বলে শুনতে পাও
কোকিলের ওই মধুর বাঁশি
আমি যখন চুপিসারে বসে থাকি
হিমেল হাওয়া বলে
এসো বন্ধু ,আজ যে তোমার খেলার হব সাথী
শাশ্বত ভালোবাসা
জল সিড়ি
না ছুয়েও ছোয়া যায়,
না দেখেও প্রেম হয়,
কাছে না থেকেও -
পাশে থাকা যায়।
ভালোবাসা শাশ্বত।
ছুয়ে থাকার বাহানা,
না দেখতে পেলে
মন কেমনের অজুহাত,
এসব প্রেমহীনতা।
আমার ঠোঁটে তোমার হাসি,
বুকের ভেতর নিশ্বাস,
এসব সঞ্চয় করে,
অকারনে অপেক্ষা করা যায়।
করা যায় স্বর্গসুখে বসবাস।