বুধবার ● ১০ জুন ২০২০
প্রথম পাতা » সারাদেশ » দ্রুত টেকসই বাঁধের কাজ শুরু হবে বেঁড়িবাধ সংস্কারে হাজারো মানুষের সাথে এমপি-বাবু
দ্রুত টেকসই বাঁধের কাজ শুরু হবে বেঁড়িবাধ সংস্কারে হাজারো মানুষের সাথে এমপি-বাবু
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় ভাঙ্গন কবলিত গেউবুনিয়ার বেঁড়িবাধ সংস্কার কাজে এমপি- আকতারুজ্জামান বাবু গনমানুষের সাথে অংশ নিয়ে বলেছেন দ্রুত উপকূলীয় এলাকায় টেকসহ বেঁড়িবাধের কাজ শুরু হবে। সম্প্রতি ঘুর্নিঝড় আম্ফান তান্ডবে নির্বাচনী এলাকার ২০/১ নং পোল্ডারের দেলুটিতে পাউবোর ভাঙনকবলিত এলাকা গেউবুনিয়াতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বুধবার হাজারো নারী-পুরুষের সাথে সংস্কার কাজে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় এলাকাবাসির দাবীর প্রেক্ষিতে এমপি-বাবু আরোও জানান, জলবায়ুর পরিবর্তন জনিত বিরুপ প্রভাবে উপকুলীয় এলাকায় ৬০ দশকের নির্মিত’পাউবো’র বেঁড়িবাধ ভারসাম্য হারিয়ে ফেলেছে। এ জন্য ভবির্ষ্যতে এ অঞ্চলের মানুষের নিরাপদে বসবাসের জন্য মজবুত ও স্থায়ী বেঁড়িবাধের দাবীতে জাতীয় সংসদে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্শন করা হলে তিনি সংশিলিষ্ট মন্ত্রনালয়কে দ্রুত টেকসহ বেঁড়িবাধ নির্মানের নির্দেশনা দেনন। যা ঘুর্নিঝড় পরবর্তীতে ক্ষতিগ্রস্থ এলাকা সফরকালে পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব সহ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে সেনাবাহিনীকে দিয়ে আক্টোবর-নভেম্বর থেকে বেঁড়িবাধের কাজের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। যা অচিরেই বাস্তবায়নের পথে। বেঁড়িবাধে কাজের সময় উপস্থিত ছিলেন পাউবো’র নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু,ভাইস চেয়ারম্যান শিয়াবুউদ্দীন ফিরোজ বুলু, দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, ডাঃ মোহাম্মদ কওসার আলী গাজী, আ’লীগ নেতা বিভূতি ভূষন সানা, প্রভাষক ময়নুল ইসলাম, সুকৃতি মোহন সরকার,জেলা যুবলীগ নেতা জমীমউদ্দীন বাবু, শামিম আহসান, ইউপি সদস্য সুপদ রায়,প্রীতিলতা ঢালী,বিশ্বজিৎ রায়, নিরাপদ দফাদার, আশীষ হালদার,চঞ্চলা মন্ডল, চম্পক বিশ্বাস, রবীন্দ্র নাথ মন্ডল, বিশ্বজিৎ শীল,যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম,আকরামুল ইসলাম, বিদ্যুৎ বিশ্বাস, শেখ জুলি,রঞ্জন রায়, শফি মোড়ল,ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান মানিক, রায়হান পরভেজ রনি, রথিন, ফয়সাল সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।