শনিবার ● ২৭ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার শিবসা সাহিত্য অঙ্গনের করোনা যোদ্ধা উপাধিতে ভুষিত: মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড়
পাইকগাছার শিবসা সাহিত্য অঙ্গনের করোনা যোদ্ধা উপাধিতে ভুষিত: মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড়
এস ডব্লিউ নিউজ:
পাইকগাছার শিবসা সাহিত্য অঙ্গনের উদ্যেগে এমপি,উপজেলা চেয়ারম্যান,ইউএনও,এসিল্যাণ্ড ও সাংবাদিক করোনা যোদ্ধা উপাধিতে ভূষিত করায় এলাকায় মিশ্র্র প্রতিকয়া ও সামাজিক যোগাযোগ মধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।গত ৮ জুন সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টানে তাদেরকে উত্তরিয় পরিয়ে দিয়ে করোনা যোদ্ধা উপাধিতে ভুষিত করেছে শিবসা সাহিত্য অঙ্গন। করোনা সংক্রমন রোধে ডাক্তার,নার্স,পুলিশ ও আনসার উল্লেথযোগ্য ভুমিকা পালন করছে,কিন্তু তাদের কাউকে করোনা যোদ্ধা হিসাবে আখ্যায়িত করা হয়নি।সমাজে উল্লেখযোগ্য বা দৃষ্টান্তমূলক কোন কাজ সফলভাবে সম্পান্ন করলে তাকে বা তাদেরকে সংর্বধনা বা পুরুস্কার প্রদান করা হয়।এটা সকলে কমবেশী জানেন। যে সময়ে পাইকগাছায় করোনা আক্রন্তের সংখ্যা দিন দিন বাড়ছে,করোনার ভয়ে সবাই আতঙ্কিত।আর এমন সময় পাইকগাছার শিবসা সাহিত্য অঙ্গনের করোনা যোদ্ধা সন্মাননা প্রদান!এতে কি বোঝানো হচ্ছে,জনমনে তা নিয়ে ঘুরপাক খাচ্ছে।এটাই কি বোঝানো হচ্ছে যে পাইকগাছা করোনা মুক্ত। পাইকগাছা থেকে করোনা ভাইরাস বিনাস করা হয়েছে। আর যারা এ কাজটি করেছেন তাদের এ করোনা যোদ্ধা উপাধিতে ভূষিত করা হয়েছে। এর সঠিক উত্তর দিতে পারেন শিবসা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি।এটা তার কাছে যানতে চাওয়া সচেতন মহলের।এ বিষয় নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা সৃষ্টি হয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বক্ত্যবের হুবুহ কিছু অংশ তুলে ধরা হলো। শেখ অওরঙ্গজেব প্রিন্স তার ফেসবুক ওয়ালে লিখেছেন, পাইকগাছার- কয়রায় ” শিবসা সাহিত্য অঙ্গন” পুলিশ প্রশাসন, এসিল্যান্ড সাংবাদিক দের করোনা যোদ্ধা আখ্যায়িত করল,কিন্তু যেসব চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে পাইকগাছায় ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা নিশ্চিত করছে,তাদের কে আমন্ত্রণ জানানোর প্রয়োজন মনে করে নাই।এমনকি উপজেলার স্বাস্থ্যসেবার মুল চালিকাশক্তি “উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা “তাকেও জানানো হয়নি।ছোটবেলা থেকে দেখে এসেছি যারা সাহিত্য চর্চা করে তারা মুক্তবুদ্ধি এবং উদার মনের অধিকারী হয়। কিন্তুঅত্যন্ত দুঃখ ভারাক্রান্ত এবং লজ্জিত মনে জানতে চাই “শিবসা সাহিত্য অঙ্গনে” কি সত্যিই সাহিত্য চর্চা হয়!। আহসানুল হাবিব কমেন্ট করেছেন, চিকিৎসা ওদের কাছেই নিতে বলো৷আসলে ব্যাপারটা হচ্ছে তেল৷ কাকে তেল দিলে কি হবে তারা সেটা জানে৷তন্ময় পাল কমেন্ট করেছেন, আচ্ছা প্রশ্নটা হলো, করোনা যুদ্ধ কি শেষ?? উনারা কি বুঝাতে চাইলেন? ময়নুল বাবু কমেন্ট করেছেন, আমার ও একটা প্রশ্ন ডাক্তার নার্স বাদ যায় কিভাবে? মোঃ জাহিদ কমেন্ট করেন, স্যার এখন সবাই তেল দিতে ব্যস্ত, কিন্তু যারা এখানে সম্মানিত হল এবং করল তারা লজ্জা ও পেল না। অবাক হচ্ছি..!!!সবাই তেলের জগতে অন্ধ হয়ে গেছে। ফারহানা সুলতানা ইভা লিখেছেন, অবশ্যই এটা শিবসা সাহিত্য অঙ্গনের ভুল ব্যর্থতা। আমি ঠিক জানিনা তাদের বক্তব্য। তবে আশা করবো ভবিষ্যতে এরকম ভুল তারা করবেন না। কোন কাজ করতে গেলে অনেক সময় ভুল হয় এটা স্বাভাবিক । এ বিষয়ে আমি শিবসা সাহিত্য অঙ্গনের সভাপতি এবং সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করবো। একথা নিঃসন্দেহে অনস্বীকার্য এই মুহূর্তে ডাক্তাররাই মানুষের জন্য স্রষ্ঠার মূর্ত্য রূপ। সকল নিবেদিন প্রান ডাক্তারদের জন্য রইল শুভ কামনা। সৃষ্টিকর্তা সহায় হোন। এ বিষয়ে শিবসা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি বলেন, করোনা যোদ্ধা হিসাবে নয়, মানবতার ফেরিওয়ালা হিসাবে বিভিন্ন উপাধিতে ভুষিত করা হয়েছে। তারা নিজের কথা না ভেবে জীবনের ঝুকি নিয়ে মানবতার সেবায় কাজ করছে।এ জন্য তাদেরকে উতসাহিত ও অন্যদেরকে উদ্ভুধ করার জন্য শিবসা সাহিত্য অঙ্গনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।