শুক্রবার ● ৩ জুলাই ২০২০
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » আশাশুনির মাড়িয়ালায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
আশাশুনির মাড়িয়ালায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনির মাড়িয়ালায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনভর উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা সাইক্লোন সেল্টারে ক্যাম্পের উদ্বোধন ঘোষনা করেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি। শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবুহেনা সাকিল ও রেডিও নলতার স্টেশন ম্যানেজার অধ্যাপক সেলিম শাহরিয়ারের সার্বিক ব্যবস্থাপনায় চিকিৎসা ক্যাম্পের নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেল্থ ফাউন্ডেশনের আয়োজনে ক্যাম্পের ফ্রি ঔষধ সরবরাহ করেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স ও নলতা হাসপাতালের বাস্তবায়নে ক্যাম্পে আরো চিকিৎসা প্রদান করেন, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স’র আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপন বিশ্বাস, ডাঃ দিবাকর মুখার্জী ও নলতা হাসপাতালের ডাঃ রবিউল ইসলামসহ দু’হাসপাতালের মেডিকেল টিম। ক্যাম্প চলাকালে উপস্থিত ছিলেন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল-ফারুক, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান ও এসএম আহসান হাবিব, ইউপি সদস্য ইয়াছিন আলী, সাংবাদিক মইনুল ইসলাম, শাহজান হাবিব, শহিদুল ইসলামসহ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স ও শ্রীউলা ইউনিয়নের স্বাস্থ্য সহকারিবৃন্দ। আশাশুনি প্রেসক্লাবের কর্মকর্তাদের সাথে নিয়ে মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্বে ছিলেন রেডিও নলতা। এ সময় ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল বলেন, আম্পানে আমার প্রানের ইউনিয়ন শ্রীউলার মাডিয়ালা হাজরাখালিসহ ৬/৭টি ছোট বড় গ্রাম পাউবো’র বাঁধ ভেঙ্গে প্লাবিত হওয়ায় কয়েক হাজার মানুষ পানি বন্ধি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে বহু ঘর বাড়ি, ভেসে গিয়েছে ২/৩শ ছোট বড় মৎস্য ঘের, মানুষ আক্রান্ত হচ্ছে পানিবাহিত রোগে, বানভাসিরা আশ্রায় নিয়েছে মাড়িয়ালাসহ পার্শ্ববর্তী সাইক্লোন সেল্টার, উচু যায়গায় পাকা বআড়ী বা পাউবো’র বেড়ী বাঁধে। পাউবো’র ভাঙ্গনকৃত ৪ টি ছোট ছোট বেড়ীবাঁধ আমার নেতৃত্বে এলাকাবাসির সহযোগীতায় স্বেচ্ছাশ্রমে ইতোপূর্বে বাঁধা সম্ভব হয়েছে। আর সাংসদ আ.ফ.ম রুহুল হকের সুপারিশে যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হলো, এটা একবারেই সময়োপযোগী বলে আমি মনে করি। এ মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক নারি, শিশু ও বয়স্ক পুরুষ-মহিলা ফ্রি ঔষধ ও চিকিৎসা সেবা পেয়েছে। তিনি এলাকার মানুষ ঘরে ফিরে না যাওয়া পর্যন্ত সপ্তাহে কমপক্ষে ১ দিন করে এমনিভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।