শনিবার ● ৪ জুলাই ২০২০
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় কৃষক নিল সরদারের ক্ষেতে দশ ফুট লম্বা চিচিংগা: এলাকায় সাড়া পড়েছে
পাইকগাছায় কৃষক নিল সরদারের ক্ষেতে দশ ফুট লম্বা চিচিংগা: এলাকায় সাড়া পড়েছে
প্রকাশ ঘোষ বিধান : পাইকগাছায় ভূমিহিন কৃষক নিল সরদার অন্যের ক্ষেতে লাগানো চিচিংগা দশ ফুট লম্বা হওয়ায় এলাকায় সাড়া পড়েছে। ভারতের উন্নত জাতের দশ ফুট লম্বা চিচিংগা বা কুশি দেখতে অনেকে ক্ষেতে যাচ্ছে।ইতোমধ্যে নিল সরদারের চিচিংগা ক্ষেত পরিদর্শন করেছেন উপজেলা কৃষি অফিসার।
নিল সরদার তার নিজের কোন জমি নেই,ঘর বাধার জায়গা নেই।পাইকগাছার সরল গ্রামের সুরজ্ঞন চক্রবর্তি তার বাড়িতে তাকে থাকার ব্যাবস্থা করে দিয়েছে।তার স্ত্রী রুখুমালা,দুই জনের সংসার,এক মেয়ে ছিলো মারা গেছে।অন্যের জমিতে বা বাড়ি কাজ করে তারা সংসার চালায়।মালিক সুরজ্ঞনের তিন শতক জমিতে চিচিংগা বা কুশি ক্ষেত তৈরি করেছে নিল সরদার। কৃষক নিল ও তার স্ত্রী রুখুমালা জানান, ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে এ কুশির বীজ সংগ্রহ করে এনেছে।কুড়িটি বীজ এনেছিলো,সে নিজে লাগিছে এবং পাশের কৃষকদের বীজ দিয়েছে লাগানোর জন্য।বৈশাখে বীজ রোপন করেছে।ক্ষেতে কুশি ধরেছে,ছোট সাদা ফুলে ভরে গেছে ক্ষেত।জাল দিয়ে মাচা করে দিয়েছে। বড় কুশিটা প্রায় দশ ফুট লম্বা হয়েছে,আরও বড় হবে বলে ধারণা করছে।আরও তিনটা কুশি দুই তিন ফুট লম্বা হয়েছে।আম্ফান ঘুর্ণিঝড়ে ও কয়েক দিনের টানা বৃস্টিতে ক্ষেতের কিছুটা ক্ষতি হয়েছে।সে সময় প্রায় সাত ফুট লম্বা একটি কুশি নষ্ট হয়ে গেছে।নিজের জমি নেই ,অন্যের জমিতে আবাদ করে উন্নত জাতের কুশি উৎপাদন করায় কৃষক নিল সরদারের প্রতি সকলে খুশি।
চিচিংগা বা কুশি হচ্ছে ঝিঙের মত লম্বা বা কখন সাপের মত পেচানো দেখতে।এটা হালকা সবুজ ও গাঢ় সবুজ সাদা ডোরা কাটা উভয় ধরনের হয়ে থাকে।লম্বা ৩০-৪০ সে:মি:বা ১৮-২৫ ইঞ্চি হয়। কুশি গ্রীস্মকালীন সবজি।বাংলাদেশের সব এলাকায় এ সবজির চাষ হয়।এলাকা ভিত্তিক চিচিংগা,কুশি ও কাইডা নামে পরিচিত। এ এলাকায় কুশি নামে সবজি টি পরিচিত।কুশি শতভাগ ভক্ষনযোগ্য অংশে ৯৫ ভাগ পানি।এর অনেক ঔষধী গুন আছে।এ বিষয় উপজেলা কৃষি অফিসার এ এইচ এম জাহাঙ্গীর আলম জানান,ক্ষেত পরিদর্শন করেছি, এটি ভারতের উন্নাত জাতের চিচিংগা।বীজ উৎপাদন করার পরামর্শ দেওয়া হয়েছে।জাতটি সংরক্ষনে উদ্যেগ নিলে দেশে চাষ করা সম্ভাব এবং কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।