শনিবার ● ৪ জুলাই ২০২০
প্রথম পাতা » সর্বশেষ » আশাশুনিতে সাংবাদিক মুকুল শিকারীর পিতা বিএনপি নেতা শামছুর শিকারীর আর নেই
আশাশুনিতে সাংবাদিক মুকুল শিকারীর পিতা বিএনপি নেতা শামছুর শিকারীর আর নেই
আশাশুনি : আশাশুনি প্রেসক্লাবের সদস্য বিশিষ্ট সাংবাদিক মুকুল শিকারীর পিতা শামছুর রহমান শিকারী আর নেই (ইন্না লিল্লাহে….রাজেউন)। মৃতকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে তিনি উপজেলার গোয়ালডাঙ্গা বাজার সংলগ্ন নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হলে কিছুক্ষনের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যান্তে বৃদ্ধ মাতা, ১ স্ত্রী, ২ পুত্র ও ৭ কন্যা রেখে গেছেন। প্রসঙ্গত: গোয়াডাঙ্গা ঐত্যিবাহি শিকারী বাড়ীর মরহুম আব্দুস সাত্তার শিকারীর পুত্র সদালোপী, হাস্যজ্জোল শামছুর রহমান শিকারী বড়দল ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি, গোয়ালডাঙ্গা বাজার কমিটি ও বাজার জামে মসজিদের সভাপতি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত ছিলেন। শুক্রবারই বাদ জুম্মা বাজার জামে মসজিদের ঈমাম হাফেজ শফিউল্লাহ্র ঈমামতিতে মরহমের নামাজে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। যানাজার পূর্ব তার বাড়ীতে হাজির হল উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরন চক্রবর্তী, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক জগদিস সানাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ। যানাজার নামাজে শরিক হন ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, উপজেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক মশিউল হুদা তুহিন, সদর ইউনিয়ন বিএনপি’র সম্পাদক আব্দুল আলিম, সাংবাদিক বোরহান উদ্দীন, আব্দুর রবসহ আলেম, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বচহু মুসল্লিগণ। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি/সম্পাদকসহ সকল সদস্য ও বিএনপির নেতৃবৃন্দ।