বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২০
প্রথম পাতা » বিশ্ব » বৈরুতে বিস্ফোরণ: আহত নৌবাহিনীর সদস্যরা শঙ্কামুক্ত
বৈরুতে বিস্ফোরণ: আহত নৌবাহিনীর সদস্যরা শঙ্কামুক্ত
এস ডব্লিউ নিউজ: লেবাননের রাজধানী বৈরুতে জোড়া বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর আহত ২১ সদস্যের মধ্যে ১১ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তবে তারাও আশঙ্কামুক্ত।
আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার বৈরুত বন্দরের একটি ওয়্যারহাউজে ভয়াবহ বিস্ফোরণ হয়। সেখানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে মেরিটাইম টাস্কফোর্সের অধীনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বিজয়-এর ২১ জন সদস্য আহত হন।
আহত ২১ জন নৌবাহিনী সদস্যের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১১ জন। হাসপাতালে চিকিৎসাধীন অন্যরাও আশঙ্কামুক্ত।
আইএসপিআর জানায়, আহতদের মধ্যে গুরুতর আহত হন নৌবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারুন উর রশীদ। তিনিও বর্তমানে আশঙ্কামুক্ত আছেন।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে মেরিটাইম টাস্কফোর্সের অধীনে সেখানে নিয়োজিত যুদ্ধজাহাজ বিজয়ে ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর আহত ২১ সদস্যরা।