মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২০
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মবার্ষিকী পালিত
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মবার্ষিকী পালিত
ফরহাদ খান, নড়াইল
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এসএম সলতানের ৯৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে সোমবার (১০ আগস্ট) সকালে সুলতান সংগ্রহশালা চত্বরে কোরআনখানি, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, মাজার জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এবার করোনা সংকটের জন্য জন্মদিনের আয়োজন সংক্ষিপ্ত পরিসরে পালন করা হয়েছে।
এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদি বালা বৈরাগী, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জাহিদ হাসান, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সাধারণ সম্পাদক শরফুল আলম লিটুসহ সুলতানপ্রেমী।
বরেণ্য শিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। বার্ধক্যজনিত কারণে ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।