সোমবার ● ১৭ আগস্ট ২০২০
প্রথম পাতা » অপরাধ » আশাশুনির পল্লীতে প্রতিপক্ষের মারপিটে ৪ মাসের অন্ত:সত্বা গৃহবধুর বাচ্চা প্রসব, থানায় এজাহার দায়ের
আশাশুনির পল্লীতে প্রতিপক্ষের মারপিটে ৪ মাসের অন্ত:সত্বা গৃহবধুর বাচ্চা প্রসব, থানায় এজাহার দায়ের
আহসান হাবিব, আশাশুনি ব্যুরো: আশাশুনির পল্লীতে জমিজমা কেন্দ্রি বিরোধে প্রতিপক্ষের মারপিটে ৪ মাসের অন্ত:সত্বা গৃহবধুর বাচ্চা প্রসব করার অভিযোগ পাওয়া গেছে। গৃহবধু আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে। থানায় লিখিত এজাহার ও মারপিটের শিকার উপজেলার কাকবাসিয়া গ্রামের জালাল গাজীর পুত্র রাসেল গাজী জানান, গত ১৩ আগষ্ট সকাল ৯ টার দিকে মৎস্য ঘেরের জমি দখল কেন্দ্রিক সৎ ভাইদের সাথে কথাকাটি হয়। এক পর্যায়ে রাসেলের সৎ ভাই ওই গ্রামের মামুন গাজী (৩০), তার স্ত্রী সালমা খাতুন (২৬), রুবেল গাজী (২৫), সৎ মা শাহানারা খাতুন (৫০) ও সৎ ভগ্নিপতি চেউটিয়া গ্রামের মৃত. ওমর গাজীর পুত্র আশরাফুল গাজী (৩৮)হাতুড়ি, লোহার রড়, দা, বাঁশের লাঠি নয়ে তার বাড়ীর ভেতর ঢুকে হামলা চালায়। এতে রাসেল আহত হয়ে মাটিতে পড়ে যায়। তার ডাক চিৎকারে স্ত্রী ৪ মাসের অন্ত:সত্বা সুমাইয়া খাতুন মৌখিকভাবে বাঁধার সৃষ্টি ও রাসেলকে উদ্ধার করতে গেলে তাকেও লাথি-ঘুষিসহ লাঠি সোটা দিয়ে মারপিট করে গুরুতর আহত ও পরনের কাপড় চোপড় টেনে হিচড়ে বেআব্রুম করত: শ্লীলতাহানী ঘটায় এবং ছিনতাই করে। পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করতে গেলে তাদেরকেও অশ্রাব্য ভাষায় গালি গালাজ ও হুমকি ধামকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আহদের স্থানীয় গ্রাম্য ডাক্তার দিয়ে চিকিৎসা চলাকালে গৃহবধু সুমাইয়ার প্রসব বেদনা ও গোপনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। অবস্থার অবনতি হলে পরদিন (১৪ আগষ্ট) সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার মধ্য রাতে গৃহবধু সুমাইয়া ৪ মাসাধিক বয়সের মৃত্যু বাচ্চা প্রসব করে। সুমাইয়া এ রিপোর্ট লেখা পর্যন্ত আশঙ্কামুক্ত নয় বলে কর্তব্যরত চিকিৎসকের নিকট থেকে জানা গৃহবধুর পরিবার সূত্রে জানাগেছে। গতকাল গৃহবধুর স্বামী আহত রাসেল গাজী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে আরো ২/৩ জনকে অজ্ঞাত রেখে আশাশুনি থানায় এজাহার দায়ের করেছে। এ ব্যাপারে রাসেল জানায় সে সহ তার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছে। বাড়ীতে ফিরলে আবারও মারপিট করবে বলে প্রতিপক্ষরা আষ্ফোলন করে বেড়াচ্ছে। ভূক্তভোগী রাসেলের পরিবার পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।