শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » সারাদেশ » আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত, আহত-১, আটক-৩
আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত, আহত-১, আটক-৩
আশাশুনি : আশাশুনিতে সড়ক দূর্ঘটনায় পুলিশের এএসআই নিহত এবং এক কনস্টেবল আহত হয়েছে। আটক হয়েছে বাঁশবাহী ট্রাকের ড্রাইভার সহ ৩ জন। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার চাপড়া-সাতক্ষীরার প্রধান সড়কের বুধহাটা পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে। ওই সময় আশাশুনি থানার এএসআই শাহজামাল সঙ্গীয় কনস্টেবল নাজমুছ ছাদাতকে সাথে নিয়ে মটরসাইকের যোগে বুধহাটা বাজারসহ পার্শবর্তী এলাকায় পেট্রোল ডিউটি শেষে থানায় ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে ভাঙ্গন এলাকার জন্য বাঁশ বোঝাই (ঢাকা মেট্রো-ট-২৪-২২৪৪) ট্রাক প্রধান সড়কের বড় অংশ জুড়ে দাড়িয়ে ছিল। ট্রাকে লাল শালু টাঙ্গিয়ে সতর্কতামূলক সংকেত ও বাঁশের মাথায় এবং ডান সাইডের লাইট জালিয়ে রাখা ছিল। এএসআই শাহজামাল দাড়িয়ে থাকা ট্রাকের পিছন দিকে ঝুলন্ত বাঁশের আগায় গিয়ে মোটর সাইকেল সহ প্রচন্ড গতিতে অসাবধানতা বশত আঘাত প্রাপ্ত হয়। এসময় তার বুকের ডান পাশে বাঁশের আগা ঢুকে যায়। এতে তিনি মারাত্মকভাবে রক্তাক্ত জখম হয় ও ফুসফুস ছিদ্র হয়ে যাওয়ায় শ্বাস-প্রশাস বের হতে থাকে এবং জ্ঞান হারিয়ে রাস্তার ধারে ছিটকে পড়ে। পিছনে থাকা কনেস্টেবল নাজমুছ ছাদাত আহত হয়ে ডাকচিৎকার দিলে পাশর্^বর্তী বাড়ীতে থাকা লোকজন ও বাঁশ বোঝাই ট্রাকের ড্রাইভার সহ বাকীরা ঘুম থেকে জেগে ঘটনাস্থলে পৌছে তাদেরকে আশাশুনি হাসপাতালে নেয়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার অবস্থার বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা শেষে অক্সিজেন লাগিয়ে দ্রুত এ্যাম্বুলেন্সযোগে খুলনা ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার সকাল ৭.১৫ মিনিটে পৌছায়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওই সময় তাকে মৃত ঘোষণা করেন। তার সাথে থাকা কনস্টেবল নাজমুছ ছাদাত বাম হাতে আঘাত প্রাপ্ত হয়ে আহত হলে আশাশুনি হাসাপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় ফিরে যায়। এদিকে নিহত এএসআই শাহজামলের মরা দেহ ময়না তদন্ত শেষে তার গ্রামের বাড়ী শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামে পাঠানো হয়। ট্রাক চালক সিরাজগঞ্জের কামাল, হেলপার তমাল ও বাঁশ ব্যবসায়ী পঞ্চগড়ের দুলালকে পুলিশ আটক করেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকটি জব্দ করে ঘটনাস্থলেই পুলিশ হেফাজতে রাখা হয়েছে।