শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন
পাইকগাছায় শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছার সকল প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ঘোষাল বান্দিকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু শতবর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসুটী পালিত হয়। বৃহস্পতিবার দুপুর ১২ টায় বৃক্ষ চারা রোপন করে কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শেখ ফারুক হোসেন, মোঃ আলমগীর হোসেন, মোঃ আসাদুজ্জামান, দেবাশীষ দাসসহ বিভিন বিদ্যালয়ের প্রধান ও সহকরী ক্ষিক বৃন্দ। গ্রীন বেল্ট ফেজ-২ কর্মসুচীর আওতায় খুলনা জেলায় বৃক্ষ রোপন কর্মসুচীর অংশ হিসেবে পাইকগাছা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসুচী পালিত হয়। জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেনের সভাপতিতে প্রধান অতিথী খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ভিডিও কনফরেন্সের মাধ্যমে এর উদ্বোধন করার পর পাইকগাছায় বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়।