শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » সারাদেশ » উপমন্ত্রী হাবিবুন নাহারের পক্ষ থেকে মোংলায় ৭শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
উপমন্ত্রী হাবিবুন নাহারের পক্ষ থেকে মোংলায় ৭শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারের পক্ষ থেকে মোংলায় করোনাকালে কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ চত্বরে স্থানীয় আওয়ামী লীগের আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক পৌর এলাকার ৭শ দরিদ্র পরিবারের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, মোংলা উপজেলার সহকারী কমিশনার ভূমি নয়ন কুমার রাজবংশী, মোংলা পৌর আওয়ামী লীগ এর সভাপতি শেখ আঃরহমান, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোঃইব্রাহীম হোসেন সহ স্হানীয় আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি মেয়র আব্দুল খালেক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সীমিতভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। আমরাও আজ মোংলায় সকল নেতা, কর্মীদের নিয়ে সীমিত আকারে বর্ধিত সভা করে সাংগঠনিক কর্মকান্ড কিভাবে এগিয়ে নেয়া যায় সেই সিদ্ধান্ত নিবো। তিনি আরো বলেন, সামনে যে কমিটি করা হবে সেখানে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের সাথে জড়িতদের কোন স্থান হবেনা।