বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » সাহিত্য » আজকালের ছেলে মেয়েরা
আজকালের ছেলে মেয়েরা
আজকালের ছেলে মেয়েরা
মাধুরী রানী সাধু ……..
আজকালের ছেলে মেয়েরা
অনেক বেশি বোঝে,
প্রযুক্তির ছোয়ায় তারা
জগতটাকে খোঁজে।
জন্ম নেওয়ার সঙ্গেই তারা
বুঝতে শেখে ফোন,
ফোন তাদের আদর আবদার,
ফোনই আপন জন।
ফোন সেতো খেলার সাথী,
ফোনে জগত দেখা।
ঘরের বাইরে না গিয়ে,
নতুন কিছু শেখা।
ফোনের ভিতর এখন তারা
করছে পড়াশুনা,
ঘরে বসে আদান প্রদান,
সহপাঠীর দেখাশুনা।
ফোনটা হলো যাদুর প্রদিপ,
হাতের ছোয়ায় সব,
প্রযুক্তির র্স্মাট ছেলে মেয়েরা
করবে নতুন জব।