বুধবার ● ১৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অপরাধ » দেলোয়ারের মুক্তিযোদ্ধার সনদ বাতিলের দাবীতে মোংলার বুডিরডাঙ্গা এলাকাবাসীর সংবাদ সম্মেলন ও বিক্ষোভ প্রদর্শন
দেলোয়ারের মুক্তিযোদ্ধার সনদ বাতিলের দাবীতে মোংলার বুডিরডাঙ্গা এলাকাবাসীর সংবাদ সম্মেলন ও বিক্ষোভ প্রদর্শন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলার বুড়িরডাঙ্গার বাসিন্দা মো: দেলোয়ার হোসেনের অত্যাচার, নির্যাতন ও হয়রানী থেকে বঁাচতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয়রা। বুধবার সকালে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের সরকার মার্কেটে আয়োজিত এ সংবাদ সম্মেলনে স্থানীয়রা অভিযোগ করে বলেন, ১৯৭১ সালে নারী নির্যাতন, ডাকাতিসহ নানা অপকর্মের সাথে জড়িত ছিলেন দেলোয়ার হোসেন। যুদ্ধ পরবর্তী তিনি নিজ জন্মস্থান বাগেরহাটের রাধাবল্লব এলাকা থেকে পালিয়ে অবস্থান নেন মোংলায়। এরপর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি ভূয়া কাজগপত্র তৈরী করে তা দিয়ে মুক্তিযোদ্ধা সেজে গেছেন। ভূয়া মুক্তিযোদ্ধা সেজে তিনি গায়ের জোরে বুড়িরডাঙ্গা এলাকায় রামরাজত্ব কায়েম করেছেন। স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে চলেছেন তিনি। এলাকাবাসীর অভিযোগ তারা দেলোয়ার হোসেনের ভূয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করতে লিখিত অভিযোগ দিয়েছেন সরকারের উচ্চ পর্যায়ে। স্থানীয় প্রশাসনের তদন্তে সত্য প্রমাণিত হলেও নেয়া হয়নি দেলোয়ারের বিরুদ্ধে কোন ব্যবস্থা বা বাতিল করা হয়নি তার মুক্তিযোদ্ধার সনদ। বরং উল্টো তার (দেলোয়ারের) বিরুদ্ধে অভিযোগকারী স্থানীয় সংখ্যালঘু সুদীপ সরকার, প্রানেশ সরকার ও উত্তম সরকারকে নানাভাবে হয়রানী করছেন দেলোয়ার। সংবাদ সম্মেলনে তারা দাবী করেন, দেলোয়ার হোসেন তার নিজের নানা অপকর্ম ডাকতে তার বিরুদ্ধে অভিযোগ প্রেরণকারীদের বিরুদ্ধে কয়েকদিন আগে একটি সংবাদ সম্মেলন করেছেন। ওই সংবাদ সম্মেলনে তিনি মনগড়া নানা বক্তব্য তুলে ধরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করেন। এছাড়া সমাজের দর্পন সংবাদকমর্ীদেরকেও মিথ্যা তথ্য দিয়ে স্থানীয় সুনামধন্য ব্যবসায়ী প্রানেশ সরকার ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উত্তম সরকার এবং মানবাধিকার কমর্ী সুদীপ সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত সকল নারী-পুরুষ ওই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বুড়িরডাঙ্গা এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নরেন্দ্রনাথ সরকার ও সুলিনা বিশ্বাস। এ সময় স্থানীয় শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে তারা সরকার মার্কেট এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন। এবং দেলোয়ারের অপকর্ম বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন